
টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপটেনস ডে'তে একে অন্যকে আলিঙ্গন করে হাসিমুখে দেখা গেছে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।
চির বৈরী দুই দেশের অধিনায়কের এই সুসম্পর্ক যখন আশার আলো দিচ্ছিল ক্রিকেট প্রেমীদের তখন উল্টো বার্তা এল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছ থেকে। সংস্থাটির সোজা কথা, পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ খেলবে না ভারত।
আগামী বছর পাকিস্তানের মাটিতে হওয়ার কথা এশিয়া কাপ। আজ বিসিসিআইয়ের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানে গিয়ে সেই টুর্নামেন্টে খেলবে না ভারত। বোর্ড সচিব জয় শাহর দাবি, এশিয়া কাপ হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।
বিসিসিআইয়ের ৯১ তম বার্ষিক সভা শেষে জয় শাহ বলেছেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপও হবে ওয়ানডে ফরম্যাটে। পাকিস্তানে সেই টুর্নামেন্টে খেলতে যেতে হলে সরকারের অনুমতি নিতে হবে বিসিসিআইকে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে আগেভাগেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবশেষ ২০০৮ সালে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলেছিল ভারত। ২০১২ সালের পর থেকে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজও বন্ধ।
বিসিসিআইয়ের ৯১ তম সভা গুরুত্বপূর্ণ ছিল অন্য আরেক কারণে। এই সভায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার রজার বিনি। বিসিসিআইয়ে শেষ হয়েছে সৌরভ গাঙ্গুলি যুগ। তৃতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব নিয়েছেন বিনি। এর আগে কর্ণাটক ক্রিকেট সংস্থার দায়িত্বে ছিলেন ২৭ টেস্ট খেলা বিনি। বোর্ডের কোষাধ্যক্ষের পদ থেকে আইপিএল গভর্নিং বডির সভাপতি হয়েছেন অরুণ ধুমাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপটেনস ডে'তে একে অন্যকে আলিঙ্গন করে হাসিমুখে দেখা গেছে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।
চির বৈরী দুই দেশের অধিনায়কের এই সুসম্পর্ক যখন আশার আলো দিচ্ছিল ক্রিকেট প্রেমীদের তখন উল্টো বার্তা এল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছ থেকে। সংস্থাটির সোজা কথা, পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ খেলবে না ভারত।
আগামী বছর পাকিস্তানের মাটিতে হওয়ার কথা এশিয়া কাপ। আজ বিসিসিআইয়ের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানে গিয়ে সেই টুর্নামেন্টে খেলবে না ভারত। বোর্ড সচিব জয় শাহর দাবি, এশিয়া কাপ হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।
বিসিসিআইয়ের ৯১ তম বার্ষিক সভা শেষে জয় শাহ বলেছেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপও হবে ওয়ানডে ফরম্যাটে। পাকিস্তানে সেই টুর্নামেন্টে খেলতে যেতে হলে সরকারের অনুমতি নিতে হবে বিসিসিআইকে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে আগেভাগেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবশেষ ২০০৮ সালে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলেছিল ভারত। ২০১২ সালের পর থেকে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজও বন্ধ।
বিসিসিআইয়ের ৯১ তম সভা গুরুত্বপূর্ণ ছিল অন্য আরেক কারণে। এই সভায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার রজার বিনি। বিসিসিআইয়ে শেষ হয়েছে সৌরভ গাঙ্গুলি যুগ। তৃতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব নিয়েছেন বিনি। এর আগে কর্ণাটক ক্রিকেট সংস্থার দায়িত্বে ছিলেন ২৭ টেস্ট খেলা বিনি। বোর্ডের কোষাধ্যক্ষের পদ থেকে আইপিএল গভর্নিং বডির সভাপতি হয়েছেন অরুণ ধুমাল।

দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
২৬ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
১ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৩ ঘণ্টা আগে