ক্রীড়া ডেস্ক
সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। তবে সান্ত্বনার জয় পায়নি পাকিস্তান ক্রিকেট দল। আর এই টি-টোয়েন্টি সিরিজে হারের বদলা ওয়ানডে সিরিজে নেওয়ার হুংকার দিল পাকিস্তান।
টস হেরে আজ ব্যাটিংয়ে নেমে অর্ধেক ম্যাচ হেরে বসে পাকিস্তান। বাকি আনুষ্ঠানিকতা নিউজিল্যান্ড সেরে ফেলে ব্যাটিংয়ে। ১০ ওভার হাতে রেখে ৮ উইকেটের রেকর্ড জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টিতে বাজে হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘এই সিরিজটা দারুণ হবে (ওয়ানডে)। নতুন এক বলের খেলা হতে যাচ্ছে। নতুন দল আসছে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নিয়েছিল পাকিস্তান। তখন দলটির অধিনায়ক ছিলেন বাবর আজম। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর অনেক সমালোচনা হয়েছিল পাকিস্তানকে নিয়ে। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বাবর সাদা বলের অধিনায়কত্বই ছেড়ে দেন। অন্যদিকে আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান নতুন পথচলা শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের বসিয়ে হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী, আবদুল সামাদের মতো নতুনদের খেলিয়েছে। সালমানকে করেছে অধিনায়ক।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে হতে যাচ্ছে এশিয়া কাপ। সালমানের মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে মেজর ইভেন্টে পাকিস্তান কাজে লাগাতে পারবে। ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘এই সিরিজের আগেই আমি বলেছি, লক্ষ্য সব সময় এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই সিরিজ আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যে সিরিজই সামনে আসুক, আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব। তাতে ক্রিকেটাররা অভিজ্ঞ হবে। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল এই সিরিজে। হাসান দারুণ ব্যাটিং করেছে। সুফিয়ান দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর-রিজওয়ানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ফাহিম আশরাফ, খুশদিল শাহর মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।
সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। তবে সান্ত্বনার জয় পায়নি পাকিস্তান ক্রিকেট দল। আর এই টি-টোয়েন্টি সিরিজে হারের বদলা ওয়ানডে সিরিজে নেওয়ার হুংকার দিল পাকিস্তান।
টস হেরে আজ ব্যাটিংয়ে নেমে অর্ধেক ম্যাচ হেরে বসে পাকিস্তান। বাকি আনুষ্ঠানিকতা নিউজিল্যান্ড সেরে ফেলে ব্যাটিংয়ে। ১০ ওভার হাতে রেখে ৮ উইকেটের রেকর্ড জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টিতে বাজে হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘এই সিরিজটা দারুণ হবে (ওয়ানডে)। নতুন এক বলের খেলা হতে যাচ্ছে। নতুন দল আসছে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নিয়েছিল পাকিস্তান। তখন দলটির অধিনায়ক ছিলেন বাবর আজম। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর অনেক সমালোচনা হয়েছিল পাকিস্তানকে নিয়ে। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বাবর সাদা বলের অধিনায়কত্বই ছেড়ে দেন। অন্যদিকে আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান নতুন পথচলা শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের বসিয়ে হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী, আবদুল সামাদের মতো নতুনদের খেলিয়েছে। সালমানকে করেছে অধিনায়ক।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে হতে যাচ্ছে এশিয়া কাপ। সালমানের মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে মেজর ইভেন্টে পাকিস্তান কাজে লাগাতে পারবে। ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘এই সিরিজের আগেই আমি বলেছি, লক্ষ্য সব সময় এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই সিরিজ আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যে সিরিজই সামনে আসুক, আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব। তাতে ক্রিকেটাররা অভিজ্ঞ হবে। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল এই সিরিজে। হাসান দারুণ ব্যাটিং করেছে। সুফিয়ান দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর-রিজওয়ানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ফাহিম আশরাফ, খুশদিল শাহর মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৯ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১০ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১১ ঘণ্টা আগে