
ভারতে ২০২৩ বিশ্বকাপ শুরুর পর তিন দিন চলছে। এরই মধ্যে শোনা গেছে দুঃসংবাদ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেওয়া হয়েছে হামলার হুমকি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা গেছে হামলার তথ্য। গত পরশু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) থেকে মুম্বাই সিটি পুলিশ কন্ট্রোলরুম সতর্কবার্তা পেয়েছে। এনআইএর কাছে ইমেইলে এসেছে হুমকির বার্তা। ইমেইলের বার্তায় বলা হয়েছে, ‘যদি সরকার আমাদের ৫০০ কোটি রুপি না দেয় এবং লরেন্স বিষ্ণইকে মুক্তি না দেওয়া হয়, তাহলে নরেন্দ্র মোদি ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে।
হিন্দুস্তানে সবকিছুই তো বিক্রি হয়। আমরাও তাই কিছু কিনতে চাইছি। যতই বাঁচার চেষ্টা করুন না কেন, আপনারা বাঁচতে পারবেন না। কিছু বলতে চাইলে আমাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করুন।’ ইমেইলে পাঠানো হুমকি সম্পর্কে প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে জড়িত এজেন্সিগুলোকে সতর্ক করেছে এনআইএ। গুজরাট পুলিশকেও জানানো হয়েছে হুমকির ব্যাপারে।
এনআইএর সতর্কবার্তা পেয়ে নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ, যেখানে এবারের বিশ্বকাপের এক সেমিফাইনালসহ পাঁচ ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। লিগ পর্বের ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ভারত-শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া-আফগানিস্তান—এই চারটি ম্যাচ হবে।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আহমেদাবাদে গত বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে আহমেদাবাদের বিভিন্ন এলাকার ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। সঙ্গে চা-নাশতার কুপনের কথাও বলা হয়েছিল। তবে সেই ম্যাচে স্টেডিয়ামের অর্ধেক অংশ ছিল খালি।
অন্যদিকে ২০১৪ সাল থেকে কারাগারে আছেন বিষ্ণই। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতর থেকে তিনি তাঁর গ্যাং পরিচালনা করছেন। পাঞ্জাবি গায়ক সিধু মুসিওয়ালার খুনসহ বিভিন্ন মামলা আছে তাঁর নামে। গত বছর খুনের দায় স্বীকার করেছেন বিষ্ণই।

ভারতে ২০২৩ বিশ্বকাপ শুরুর পর তিন দিন চলছে। এরই মধ্যে শোনা গেছে দুঃসংবাদ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেওয়া হয়েছে হামলার হুমকি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা গেছে হামলার তথ্য। গত পরশু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) থেকে মুম্বাই সিটি পুলিশ কন্ট্রোলরুম সতর্কবার্তা পেয়েছে। এনআইএর কাছে ইমেইলে এসেছে হুমকির বার্তা। ইমেইলের বার্তায় বলা হয়েছে, ‘যদি সরকার আমাদের ৫০০ কোটি রুপি না দেয় এবং লরেন্স বিষ্ণইকে মুক্তি না দেওয়া হয়, তাহলে নরেন্দ্র মোদি ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে।
হিন্দুস্তানে সবকিছুই তো বিক্রি হয়। আমরাও তাই কিছু কিনতে চাইছি। যতই বাঁচার চেষ্টা করুন না কেন, আপনারা বাঁচতে পারবেন না। কিছু বলতে চাইলে আমাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করুন।’ ইমেইলে পাঠানো হুমকি সম্পর্কে প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে জড়িত এজেন্সিগুলোকে সতর্ক করেছে এনআইএ। গুজরাট পুলিশকেও জানানো হয়েছে হুমকির ব্যাপারে।
এনআইএর সতর্কবার্তা পেয়ে নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ, যেখানে এবারের বিশ্বকাপের এক সেমিফাইনালসহ পাঁচ ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। লিগ পর্বের ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ভারত-শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া-আফগানিস্তান—এই চারটি ম্যাচ হবে।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আহমেদাবাদে গত বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপ। এই ম্যাচের আগে আহমেদাবাদের বিভিন্ন এলাকার ৩০ থেকে ৪০ হাজার নারীর জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। সঙ্গে চা-নাশতার কুপনের কথাও বলা হয়েছিল। তবে সেই ম্যাচে স্টেডিয়ামের অর্ধেক অংশ ছিল খালি।
অন্যদিকে ২০১৪ সাল থেকে কারাগারে আছেন বিষ্ণই। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতর থেকে তিনি তাঁর গ্যাং পরিচালনা করছেন। পাঞ্জাবি গায়ক সিধু মুসিওয়ালার খুনসহ বিভিন্ন মামলা আছে তাঁর নামে। গত বছর খুনের দায় স্বীকার করেছেন বিষ্ণই।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৭ ঘণ্টা আগে