
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে না ভারত। এক সপ্তাহ পরেই যে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। ঠিক যেমন ওয়ানডে বিশ্বকাপ শেষেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তারা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে আতিথেয়তা নেবে ভারত। সিরিজটি শুরু হবে ৬ জুলাই। আর শেষ হবে ১৪ জুলাই। সব ম্যাচই হবে হারারেতে। ভারতকে আতিথেয়তা দিতে পেরে ভীষণ খুশি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) সভাপতি তাভেংওয়া মুকুহলানি।
ভারতের বিপক্ষে সিরিজকে নিজেদের মাটিতে এ বছরের সবচেয়ে বড় আকর্ষণ বলে জানিয়েছেন মুকুহলানি। জেডসির সভাপতি বলেছেন, ‘ভারতকে টি-টোয়েন্টি সিরিজে আতিথেয়তা দিতে পেরে আমরা সত্যি রোমাঞ্চিত। এ বছর ঘরের মাঠে সবচেয়ে বড় আন্তর্জাতিক আকর্ষণ হতে যাচ্ছে।’
এতে দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ভারত। সর্বশেষ ২০১৬ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিলেন সাবেক অধিনায়ক ধোনিরা। তবে জিম্বাবুয়েতে ২০২২ সালে সর্বশেষ সফর করেছে ভারত। তিন ম্যাচে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল।
অন্যদিকে প্রথমবারে মতো কোনো বিশ্বকাপ হতে যাচ্ছে ২০ দলের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের কোনো সংস্করণেই এত দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হয়নি। কিন্তু দুর্ভাগ্য জিম্বাবুয়ের।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়লেও সুযোগ পায়নি জিম্বাবুয়ে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেনি তারা। তাই হয়তো ২৯ জুন সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভারতকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকা মহাদেশের দলটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছে না ভারত। এক সপ্তাহ পরেই যে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের। ঠিক যেমন ওয়ানডে বিশ্বকাপ শেষেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তারা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে আতিথেয়তা নেবে ভারত। সিরিজটি শুরু হবে ৬ জুলাই। আর শেষ হবে ১৪ জুলাই। সব ম্যাচই হবে হারারেতে। ভারতকে আতিথেয়তা দিতে পেরে ভীষণ খুশি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) সভাপতি তাভেংওয়া মুকুহলানি।
ভারতের বিপক্ষে সিরিজকে নিজেদের মাটিতে এ বছরের সবচেয়ে বড় আকর্ষণ বলে জানিয়েছেন মুকুহলানি। জেডসির সভাপতি বলেছেন, ‘ভারতকে টি-টোয়েন্টি সিরিজে আতিথেয়তা দিতে পেরে আমরা সত্যি রোমাঞ্চিত। এ বছর ঘরের মাঠে সবচেয়ে বড় আন্তর্জাতিক আকর্ষণ হতে যাচ্ছে।’
এতে দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে ভারত। সর্বশেষ ২০১৬ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিল ভারত। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিলেন সাবেক অধিনায়ক ধোনিরা। তবে জিম্বাবুয়েতে ২০২২ সালে সর্বশেষ সফর করেছে ভারত। তিন ম্যাচে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল।
অন্যদিকে প্রথমবারে মতো কোনো বিশ্বকাপ হতে যাচ্ছে ২০ দলের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের কোনো সংস্করণেই এত দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হয়নি। কিন্তু দুর্ভাগ্য জিম্বাবুয়ের।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলের সংখ্যা বাড়লেও সুযোগ পায়নি জিম্বাবুয়ে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেনি তারা। তাই হয়তো ২৯ জুন সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভারতকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকা মহাদেশের দলটি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে