
ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলে তোপের মুখে পড়ে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছেন তিনি। বিদ্রুপের শিকার হওয়ার পর এবার তিনি ভিন্ন সুরে গান গাইলেন পিসিবি সভাপতি।
২০২৩ বিশ্বকাপ খেলতে গত পরশু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। যা ৭ বছর পর পাকিস্তান দলের ভারত সফর। সেই দিন বিমানবন্দরে নামা মাত্রই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারদের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন। ভারতে পাকিস্তান দল পৌঁছানোর দিনই গণমাধ্যমে ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলেছেন আশরাফ। পিসিবি সভাপতির কথায় সরগরম হয়ে ওঠে সামাজিকমাধ্যম।
দুদিন পর এক বিবৃতিতে সবকিছু স্পষ্ট করেছে পিসিবি। এক সংবাদবিজ্ঞপ্তিতে পিসিবি আজ বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ ভারতে পাকিস্তান দলের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। এতেই বোঝা যায়, দুই দেশের ক্রিকেটারদের একে অপরের প্রতি কতটা ভালোবাসা রয়েছে। হায়দরাবাদ বিমানবন্দরে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান দলের এমন অসাধারণ বরণ অনুষ্ঠানেই তা প্রমাণ হয়েছে। আশরাফ ভারতকে অভিনন্দন জানিয়েছেন।’ একই সঙ্গে আশরাফ জানিয়েছেন, শত্রু রাষ্ট্র বলতে তিনি ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাকে বুঝিয়েছেন। ভারতকে শত্রু বলেননি তিনি।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। একই মাঠে ৩ অক্টোবরের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ১০ অক্টোবর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাবর আজমের দল।

ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলে তোপের মুখে পড়ে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছেন তিনি। বিদ্রুপের শিকার হওয়ার পর এবার তিনি ভিন্ন সুরে গান গাইলেন পিসিবি সভাপতি।
২০২৩ বিশ্বকাপ খেলতে গত পরশু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। যা ৭ বছর পর পাকিস্তান দলের ভারত সফর। সেই দিন বিমানবন্দরে নামা মাত্রই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারদের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন। ভারতে পাকিস্তান দল পৌঁছানোর দিনই গণমাধ্যমে ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলেছেন আশরাফ। পিসিবি সভাপতির কথায় সরগরম হয়ে ওঠে সামাজিকমাধ্যম।
দুদিন পর এক বিবৃতিতে সবকিছু স্পষ্ট করেছে পিসিবি। এক সংবাদবিজ্ঞপ্তিতে পিসিবি আজ বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ ভারতে পাকিস্তান দলের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। এতেই বোঝা যায়, দুই দেশের ক্রিকেটারদের একে অপরের প্রতি কতটা ভালোবাসা রয়েছে। হায়দরাবাদ বিমানবন্দরে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান দলের এমন অসাধারণ বরণ অনুষ্ঠানেই তা প্রমাণ হয়েছে। আশরাফ ভারতকে অভিনন্দন জানিয়েছেন।’ একই সঙ্গে আশরাফ জানিয়েছেন, শত্রু রাষ্ট্র বলতে তিনি ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাকে বুঝিয়েছেন। ভারতকে শত্রু বলেননি তিনি।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। একই মাঠে ৩ অক্টোবরের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ১০ অক্টোবর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাবর আজমের দল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
১ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে