নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাচের একটা বড় অংশ পর্যন্ত আঁটসাঁট বোলিং করা বাংলাদেশ শেষ ১০ ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। আর তাতে একটা সময় ২২০-২৩০ রানের ভেতর শ্রীলঙ্কাকে আটকে রাখা সম্ভব মনে হলেও, শেষ পর্যন্ত লঙ্কানরা থেমেছে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রানে। প্রেমাদাসার উইকেট খুব বেশি ব্যাটিং বন্ধুত্বপূর্ণ নয়। ব্যাটারদের জন্য এখানে ভালোই চ্যালেঞ্জ রয়েছে।
বিশেষ করে ইনিংসের শুরুতে এই চ্যালেঞ্জর সামনে পড়তে হবে বাংলাদেশের ব্যাটারদের। ‘রহস্য’ স্পিনার মহীশ তিকসানার সামনে লিটন দাসরা কেমন করেন, সেটার ওপর নির্ভর করছে লঙ্কানদের দেওয়া রান বাংলাদেশ তাড়া করতে পারবে কি না। শ্রীলঙ্কাকে এই উইকেটের জন্য ভালো সংগ্রহ এনে দিয়েছেন মূলত পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনই ফিফটি করেছেন। ২৯ রানে জীবন পাওয়া মেন্ডিস অবশ্য ফিফটি পূর্ণ করে ৫০ রানে আউট হয়ে যান। মেন্ডিসের ওয়ানডে ক্যারিয়ারের এটি ২৪ তম ফিফটি।
তবে ১৬৪ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে লড়াই করার সংগ্রহ এনে দেওয়ার বড় কৃতিত্ব সামারাবিক্রমার। তাঁর ৯৩ রানের ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া হয়ে ওঠে কি না, সেটা দেখতে অবশ্য বাংলাদেশের ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাঁর ৭১ বলের ইনিংসে ৮ চার ও ছক্কা। ইনিংসের শেষ বলে আউট হয়েছেন তিনি।
সামারাবিক্রমার ইনিংসের আগ পর্যন্ত দারুণ বোলিং করেছেন বাংলাদেশের স্পিনারররা। প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আছে, সেটা দেখিয়েছেন নাসুম আহমেদ ও সাকিব আল হাসান। ১০ ওভারে ৩১ রান দিয়ে অবশ্য উইকেট পাননি আজ একাদশে জায়গা পাওয়া নাসুম। উইকেটশূন্য ছিলেন সাকিবও। ৯ ওভারে ৪৪ রান দিয়েছেন তিনি।
বাংলাদেশের ইনিংসের প্রাণভোমরা অবশ্য আরেকবার পেসাররা। ছয় উইকেটই ভাগাভাগি করেছেন তিন পেসার। ৩টি করে উইকেট নিয়েছে হাসান ও তাসকিন। হাসান বাংলাদেশকে উইকেটের সূচনা দেন হাসান। দিমুথ করুণারত্নেকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান এই পেসার। এরপর উইকেটের খোঁজে থাকা বাংলাদেশকে ব্রেক থ্রু দেন শরীফুল ইসলাম। একবার রিভিউ নিয়ে ও আরেকবার মুশফিকের হাত ফসকে বেঁচে যাওয়া পাথুম নিশাঙ্কাকে ৪০ রানে আউট করেন। শেষ পর্যন্ত অবশ্য নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটাররা এখন কী করেন, সেটাই দেখার অপেক্ষা।

ম্যাচের একটা বড় অংশ পর্যন্ত আঁটসাঁট বোলিং করা বাংলাদেশ শেষ ১০ ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। আর তাতে একটা সময় ২২০-২৩০ রানের ভেতর শ্রীলঙ্কাকে আটকে রাখা সম্ভব মনে হলেও, শেষ পর্যন্ত লঙ্কানরা থেমেছে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রানে। প্রেমাদাসার উইকেট খুব বেশি ব্যাটিং বন্ধুত্বপূর্ণ নয়। ব্যাটারদের জন্য এখানে ভালোই চ্যালেঞ্জ রয়েছে।
বিশেষ করে ইনিংসের শুরুতে এই চ্যালেঞ্জর সামনে পড়তে হবে বাংলাদেশের ব্যাটারদের। ‘রহস্য’ স্পিনার মহীশ তিকসানার সামনে লিটন দাসরা কেমন করেন, সেটার ওপর নির্ভর করছে লঙ্কানদের দেওয়া রান বাংলাদেশ তাড়া করতে পারবে কি না। শ্রীলঙ্কাকে এই উইকেটের জন্য ভালো সংগ্রহ এনে দিয়েছেন মূলত পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনই ফিফটি করেছেন। ২৯ রানে জীবন পাওয়া মেন্ডিস অবশ্য ফিফটি পূর্ণ করে ৫০ রানে আউট হয়ে যান। মেন্ডিসের ওয়ানডে ক্যারিয়ারের এটি ২৪ তম ফিফটি।
তবে ১৬৪ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে লড়াই করার সংগ্রহ এনে দেওয়ার বড় কৃতিত্ব সামারাবিক্রমার। তাঁর ৯৩ রানের ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া হয়ে ওঠে কি না, সেটা দেখতে অবশ্য বাংলাদেশের ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাঁর ৭১ বলের ইনিংসে ৮ চার ও ছক্কা। ইনিংসের শেষ বলে আউট হয়েছেন তিনি।
সামারাবিক্রমার ইনিংসের আগ পর্যন্ত দারুণ বোলিং করেছেন বাংলাদেশের স্পিনারররা। প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আছে, সেটা দেখিয়েছেন নাসুম আহমেদ ও সাকিব আল হাসান। ১০ ওভারে ৩১ রান দিয়ে অবশ্য উইকেট পাননি আজ একাদশে জায়গা পাওয়া নাসুম। উইকেটশূন্য ছিলেন সাকিবও। ৯ ওভারে ৪৪ রান দিয়েছেন তিনি।
বাংলাদেশের ইনিংসের প্রাণভোমরা অবশ্য আরেকবার পেসাররা। ছয় উইকেটই ভাগাভাগি করেছেন তিন পেসার। ৩টি করে উইকেট নিয়েছে হাসান ও তাসকিন। হাসান বাংলাদেশকে উইকেটের সূচনা দেন হাসান। দিমুথ করুণারত্নেকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান এই পেসার। এরপর উইকেটের খোঁজে থাকা বাংলাদেশকে ব্রেক থ্রু দেন শরীফুল ইসলাম। একবার রিভিউ নিয়ে ও আরেকবার মুশফিকের হাত ফসকে বেঁচে যাওয়া পাথুম নিশাঙ্কাকে ৪০ রানে আউট করেন। শেষ পর্যন্ত অবশ্য নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটাররা এখন কী করেন, সেটাই দেখার অপেক্ষা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে