
টেস্ট ক্রিকেটে তিন শতাধিক রান তাড়া যেন এখন মামুলি বিষয়। এই মাসের শুরুতে এজবাস্টনে ভারতের বিপক্ষে তেমন এক ভয়ডরহীন ক্রিকেট খেলে জয় পেয়েছিল ইংল্যান্ড। একই পথে হাঁটল পাকিস্তানও।
নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তো বটেই, গলেও সর্বোচ্চ রান তাড়া করে জিতলেন বাবর আজমরা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৪৪ রান করে সফরকারীরা। ৪০৮ বলে ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরাও হয়েছেন পাকিস্তানি ওপেনার।
চতুর্থ দিনেই জয়ের পাল্লা ঝুঁকে পড়েছিল পাকিস্তানের দিকে। ৩ উইকেটে ২২২ রানে পঞ্চম ও শেষ দিন শুরু করা সফরকারীদের আটকাতে হলে বোলিংয়ে ঘুরে দাঁড়াতে হতো লঙ্কানদের। প্রভাত জয়াসুরিয়া ৪ উইকেট নিলেও পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ভয় ধরাতে পারেননি। এরপর বৃষ্টি এসেও স্বাগতিকদের পরাজয় বরণের মুখে দাঁড়াতে পারেনি বাধা হয়ে।
বৃষ্টি নামার আগে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল মাত্র ১১ রান। ম্যাচ সাময়িক বন্ধ থাকার পর হেসেখেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শফিক ও মোহাম্মদ নওয়াজ।
গলে সর্বোচ্চ রান তাড়ার আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। নিউজিল্যান্ডের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। বাবর আজমরা এবার সেই রেকর্ড ভাঙলেন। এর আগে পাকিস্তানের সর্বোচ্চ তাড়ার রেকর্ডটিও ছিল লঙ্কানদের বিপক্ষে। পাল্লেকেলেতে ৩৭৭ রান করে জিতেছিল সফরকারীরা।

টেস্ট ক্রিকেটে তিন শতাধিক রান তাড়া যেন এখন মামুলি বিষয়। এই মাসের শুরুতে এজবাস্টনে ভারতের বিপক্ষে তেমন এক ভয়ডরহীন ক্রিকেট খেলে জয় পেয়েছিল ইংল্যান্ড। একই পথে হাঁটল পাকিস্তানও।
নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তো বটেই, গলেও সর্বোচ্চ রান তাড়া করে জিতলেন বাবর আজমরা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৪৪ রান করে সফরকারীরা। ৪০৮ বলে ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরাও হয়েছেন পাকিস্তানি ওপেনার।
চতুর্থ দিনেই জয়ের পাল্লা ঝুঁকে পড়েছিল পাকিস্তানের দিকে। ৩ উইকেটে ২২২ রানে পঞ্চম ও শেষ দিন শুরু করা সফরকারীদের আটকাতে হলে বোলিংয়ে ঘুরে দাঁড়াতে হতো লঙ্কানদের। প্রভাত জয়াসুরিয়া ৪ উইকেট নিলেও পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ভয় ধরাতে পারেননি। এরপর বৃষ্টি এসেও স্বাগতিকদের পরাজয় বরণের মুখে দাঁড়াতে পারেনি বাধা হয়ে।
বৃষ্টি নামার আগে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল মাত্র ১১ রান। ম্যাচ সাময়িক বন্ধ থাকার পর হেসেখেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শফিক ও মোহাম্মদ নওয়াজ।
গলে সর্বোচ্চ রান তাড়ার আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। নিউজিল্যান্ডের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। বাবর আজমরা এবার সেই রেকর্ড ভাঙলেন। এর আগে পাকিস্তানের সর্বোচ্চ তাড়ার রেকর্ডটিও ছিল লঙ্কানদের বিপক্ষে। পাল্লেকেলেতে ৩৭৭ রান করে জিতেছিল সফরকারীরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৭ ঘণ্টা আগে