
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না জাপানের যুবারা। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে বাংলাদেশের সেমিফাইনালে ওঠা একরকম নিশ্চিতই বলা যায়।
জাপানের দেওয়া ১০০ রানের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার জিসান আলম ও আশিকুর রহমান শিবলির ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ৭.৪ ওভারেই বিনা উইকেটে করে ৭১ রান। অষ্টম ওভারের পঞ্চম বলে জিসানকে বোল্ড করেন চার্লস হিঞ্জে। ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন জিসান। ঝোড়ো ব্যাটিং করা বাংলাদেশ প্রথম ১০ ওভারে ১ উইকেটে করে ৮৮ রান। আরেক ওপেনার শিবলি ফিফটি তুলে নিয়েছেন ১১তম ওভারেই। ১১তম ওভারের পঞ্চম বলে আরাভ তিওয়ারিকে প্রথমে চার মারেন শিবলি। ঠিক তার পরের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার। বাকি আনুষ্ঠানিকতা বাংলাদেশ সম্পন্ন করে ফেলেছে ১২তম ওভারেই। ১১.২ ওভারে ১ উইকেটে ১০০ রান করে বাংলাদেশের যুবারা। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন শিবলি। ৪৫ বলের ইনিংসে ৮ চার মেরেছেন বাংলাদেশ ওপেনার। ম্যাচসেরা হয়েছেন শিবলি।
২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে নেট রানরেটে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট ও + ২.৬৮৮ নেট রানরেট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশের যুবারা। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে দিনের অপর ম্যাচে খেলছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল হারালেই সেমি নিশ্চিত হবে বাংলাদেশের। লঙ্কানদের দেওয়া ২২০ রানের লক্ষ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.৩ ওভারে ২ উইকেটে ৫০ রান করেছে আমিরাত। এর আগে আরব আমিরাত যুবাদের ৬১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে জাপানের দেওয়া ৭৫ রানের লক্ষ্য শ্রীলঙ্কা ২২৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছিল।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। প্রথমে ব্যাটিং পাওয়া জাপান প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করেছিল। তবে এর পর থেকেই যে জাপান খোলসে বন্দী হয়ে যান। ৪৭.১ ওভারে ৯৯ রানে অলআউট হয়ে যায় জাপানিরা। ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন জাপানের ওপেনার নিহার পার্মার। ৮০ বলের ইনিংসে ২ চার মারেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম ও রাব্বি। ১টি করে উইকেট নিয়েছেন মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, রহনত দৌল্লা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। বাংলাদেশের যুবারা মেইডেন দিয়েছেন ১৩ ওভার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না জাপানের যুবারা। দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে বাংলাদেশের সেমিফাইনালে ওঠা একরকম নিশ্চিতই বলা যায়।
জাপানের দেওয়া ১০০ রানের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার জিসান আলম ও আশিকুর রহমান শিবলির ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ৭.৪ ওভারেই বিনা উইকেটে করে ৭১ রান। অষ্টম ওভারের পঞ্চম বলে জিসানকে বোল্ড করেন চার্লস হিঞ্জে। ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন জিসান। ঝোড়ো ব্যাটিং করা বাংলাদেশ প্রথম ১০ ওভারে ১ উইকেটে করে ৮৮ রান। আরেক ওপেনার শিবলি ফিফটি তুলে নিয়েছেন ১১তম ওভারেই। ১১তম ওভারের পঞ্চম বলে আরাভ তিওয়ারিকে প্রথমে চার মারেন শিবলি। ঠিক তার পরের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার। বাকি আনুষ্ঠানিকতা বাংলাদেশ সম্পন্ন করে ফেলেছে ১২তম ওভারেই। ১১.২ ওভারে ১ উইকেটে ১০০ রান করে বাংলাদেশের যুবারা। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন শিবলি। ৪৫ বলের ইনিংসে ৮ চার মেরেছেন বাংলাদেশ ওপেনার। ম্যাচসেরা হয়েছেন শিবলি।
২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে নেট রানরেটে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট ও + ২.৬৮৮ নেট রানরেট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশের যুবারা। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে দিনের অপর ম্যাচে খেলছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল হারালেই সেমি নিশ্চিত হবে বাংলাদেশের। লঙ্কানদের দেওয়া ২২০ রানের লক্ষ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.৩ ওভারে ২ উইকেটে ৫০ রান করেছে আমিরাত। এর আগে আরব আমিরাত যুবাদের ৬১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে জাপানের দেওয়া ৭৫ রানের লক্ষ্য শ্রীলঙ্কা ২২৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছিল।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমির দ্বিতীয় মাঠে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। প্রথমে ব্যাটিং পাওয়া জাপান প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রান করেছিল। তবে এর পর থেকেই যে জাপান খোলসে বন্দী হয়ে যান। ৪৭.১ ওভারে ৯৯ রানে অলআউট হয়ে যায় জাপানিরা। ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন জাপানের ওপেনার নিহার পার্মার। ৮০ বলের ইনিংসে ২ চার মারেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন আরিফুল ইসলাম ও রাব্বি। ১টি করে উইকেট নিয়েছেন মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, রহনত দৌল্লা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। বাংলাদেশের যুবারা মেইডেন দিয়েছেন ১৩ ওভার।

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২৯ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে