
বয়স তাঁর ২৬। এটা এমন কোনো বয়স নয় যে তিন সংস্করণের ক্রিকেটে খেলার ধকল তিনি সইতে পারবেন না। তবু এই বয়সেই সাদাপোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টেস্টে অভিষেকেই ৪ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা, ব্যাট হাতে খেলেছিলেন ৫৩ বলে ৫৯ রানের ইনিংস। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার সফরে সেঞ্চুরিয়নে অভিষেক টেস্টের পর আরও তিনটি টেস্ট খেলেছেন। সবশেষ টেস্টটি ছিল পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু পরের তিন টেস্টের কোনোটিতেই সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। তাই গত দুই বছর লঙ্কান টেস্ট দলের বাইরে ছিলেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন, তাতে টেস্ট দলেও নিয়মিত হওয়ার একটা সম্ভাবনা তো ছিলই। কিন্তু সেদিকে না তাকিয়ে সীমিত ওভারের ক্রিকেট নিয়েই আরও মনোযোগী হতে চাইলেন। আর সে কারণেই ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন হাসারাঙ্গা।
লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গার টেস্ট থেকে অবসরের কথা আজ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, টেস্ট ছাড়ার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেট নিয়ে মনোযোগী হতে এবং ক্যারিয়ারটাকে দীর্ঘ করতেই টেস্ট ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কার লেগ স্পিনার দিয়েছেন বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগেভাগেই টেস্ট ছাড়ায় তাঁর বোলিং গড় ১০০.৭৫! কমপক্ষে ১০০ ওভার বোলিং করেছেন, শ্রীলঙ্কার এমন বোলারদের মধ্যে হাসারাঙ্গার চেয়ে বেশি বোলিং গড় শুধু অশোকা ডি সিলভার-১২৯.০০।

বয়স তাঁর ২৬। এটা এমন কোনো বয়স নয় যে তিন সংস্করণের ক্রিকেটে খেলার ধকল তিনি সইতে পারবেন না। তবু এই বয়সেই সাদাপোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টেস্টে অভিষেকেই ৪ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা, ব্যাট হাতে খেলেছিলেন ৫৩ বলে ৫৯ রানের ইনিংস। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার সফরে সেঞ্চুরিয়নে অভিষেক টেস্টের পর আরও তিনটি টেস্ট খেলেছেন। সবশেষ টেস্টটি ছিল পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু পরের তিন টেস্টের কোনোটিতেই সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। তাই গত দুই বছর লঙ্কান টেস্ট দলের বাইরে ছিলেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন, তাতে টেস্ট দলেও নিয়মিত হওয়ার একটা সম্ভাবনা তো ছিলই। কিন্তু সেদিকে না তাকিয়ে সীমিত ওভারের ক্রিকেট নিয়েই আরও মনোযোগী হতে চাইলেন। আর সে কারণেই ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন হাসারাঙ্গা।
লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গার টেস্ট থেকে অবসরের কথা আজ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, টেস্ট ছাড়ার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেট নিয়ে মনোযোগী হতে এবং ক্যারিয়ারটাকে দীর্ঘ করতেই টেস্ট ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কার লেগ স্পিনার দিয়েছেন বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগেভাগেই টেস্ট ছাড়ায় তাঁর বোলিং গড় ১০০.৭৫! কমপক্ষে ১০০ ওভার বোলিং করেছেন, শ্রীলঙ্কার এমন বোলারদের মধ্যে হাসারাঙ্গার চেয়ে বেশি বোলিং গড় শুধু অশোকা ডি সিলভার-১২৯.০০।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে