নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

উপমহাদেশের ফুটবল উন্মাদনার অনেকটাজুড়েই আর্জেন্টিনা-ব্রাজিল। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশ দলটাই যেমন। সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরা লিওনেল মেসির আর্জেন্টিনার সমর্থক। আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটা দেখা কঠিনই তাঁদের জন্য।
আগামীকাল সকালেই যে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মধ্যরাত পর্যন্ত খেলা দেখে সতেজ থেকে মাঠে নামা তো কঠিনই। শিষ্যদের খেলা দেখা আটকাবেন কি না—এমন প্রশ্নের সামনে পড়তে হয়েছে রাসেল ডমিঙ্গোকে। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ কোচ। ডমিঙ্গোর উত্তরই বলে দেয়, কোচ হিসেবে ব্যাপারটা ভালোভাবে নেবেন না তিনি।
কড়া হেডমাস্টারের কণ্ঠেই তাই ডমিঙ্গো বললেন, ‘তাদের (ক্রিকেটারদের) বিছানায় যেতে হবে, এটা সহজ কথা। আপনি সারা রাত ফুটবল দেখে সকালে খেলতে পারেন না। ভোররাত ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯.৩০টায় টেস্ট ম্যাচ খেলতে নামা হবে নির্বুদ্ধিতা। তারা যদি না ঘুমায় এবং খেলা দেখে, তবে সেটা হবে হতাশার।’
এমনিতে প্রথম টেস্টের আগে চোট সমস্যায় ভুগছে বাংলাদেশ। আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। পিঠের চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে তাসকিনের না থাকার সম্ভাবনার কথাই জানিয়েছেন ডমিঙ্গো। অস্বস্তি আছে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েও।
ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সার পিঠে লাগে সাকিবের। ব্যথা আছে সেখানে। সকালে হাসপাতালেও গিয়েছেন সাকিব। হাসপাতাল থেকে ফিরে বাংলাদেশ দলের অনুশীলনের শেষ দিকে নেটে মিনিট বিশেক ব্যাটিং করেছেন। তবে সাকিবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন ডমিঙ্গো।

উপমহাদেশের ফুটবল উন্মাদনার অনেকটাজুড়েই আর্জেন্টিনা-ব্রাজিল। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশ দলটাই যেমন। সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরা লিওনেল মেসির আর্জেন্টিনার সমর্থক। আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটা দেখা কঠিনই তাঁদের জন্য।
আগামীকাল সকালেই যে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মধ্যরাত পর্যন্ত খেলা দেখে সতেজ থেকে মাঠে নামা তো কঠিনই। শিষ্যদের খেলা দেখা আটকাবেন কি না—এমন প্রশ্নের সামনে পড়তে হয়েছে রাসেল ডমিঙ্গোকে। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ কোচ। ডমিঙ্গোর উত্তরই বলে দেয়, কোচ হিসেবে ব্যাপারটা ভালোভাবে নেবেন না তিনি।
কড়া হেডমাস্টারের কণ্ঠেই তাই ডমিঙ্গো বললেন, ‘তাদের (ক্রিকেটারদের) বিছানায় যেতে হবে, এটা সহজ কথা। আপনি সারা রাত ফুটবল দেখে সকালে খেলতে পারেন না। ভোররাত ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯.৩০টায় টেস্ট ম্যাচ খেলতে নামা হবে নির্বুদ্ধিতা। তারা যদি না ঘুমায় এবং খেলা দেখে, তবে সেটা হবে হতাশার।’
এমনিতে প্রথম টেস্টের আগে চোট সমস্যায় ভুগছে বাংলাদেশ। আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। পিঠের চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে তাসকিনের না থাকার সম্ভাবনার কথাই জানিয়েছেন ডমিঙ্গো। অস্বস্তি আছে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েও।
ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সার পিঠে লাগে সাকিবের। ব্যথা আছে সেখানে। সকালে হাসপাতালেও গিয়েছেন সাকিব। হাসপাতাল থেকে ফিরে বাংলাদেশ দলের অনুশীলনের শেষ দিকে নেটে মিনিট বিশেক ব্যাটিং করেছেন। তবে সাকিবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন ডমিঙ্গো।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে