নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

উপমহাদেশের ফুটবল উন্মাদনার অনেকটাজুড়েই আর্জেন্টিনা-ব্রাজিল। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশ দলটাই যেমন। সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরা লিওনেল মেসির আর্জেন্টিনার সমর্থক। আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটা দেখা কঠিনই তাঁদের জন্য।
আগামীকাল সকালেই যে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মধ্যরাত পর্যন্ত খেলা দেখে সতেজ থেকে মাঠে নামা তো কঠিনই। শিষ্যদের খেলা দেখা আটকাবেন কি না—এমন প্রশ্নের সামনে পড়তে হয়েছে রাসেল ডমিঙ্গোকে। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ কোচ। ডমিঙ্গোর উত্তরই বলে দেয়, কোচ হিসেবে ব্যাপারটা ভালোভাবে নেবেন না তিনি।
কড়া হেডমাস্টারের কণ্ঠেই তাই ডমিঙ্গো বললেন, ‘তাদের (ক্রিকেটারদের) বিছানায় যেতে হবে, এটা সহজ কথা। আপনি সারা রাত ফুটবল দেখে সকালে খেলতে পারেন না। ভোররাত ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯.৩০টায় টেস্ট ম্যাচ খেলতে নামা হবে নির্বুদ্ধিতা। তারা যদি না ঘুমায় এবং খেলা দেখে, তবে সেটা হবে হতাশার।’
এমনিতে প্রথম টেস্টের আগে চোট সমস্যায় ভুগছে বাংলাদেশ। আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। পিঠের চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে তাসকিনের না থাকার সম্ভাবনার কথাই জানিয়েছেন ডমিঙ্গো। অস্বস্তি আছে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েও।
ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সার পিঠে লাগে সাকিবের। ব্যথা আছে সেখানে। সকালে হাসপাতালেও গিয়েছেন সাকিব। হাসপাতাল থেকে ফিরে বাংলাদেশ দলের অনুশীলনের শেষ দিকে নেটে মিনিট বিশেক ব্যাটিং করেছেন। তবে সাকিবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন ডমিঙ্গো।

উপমহাদেশের ফুটবল উন্মাদনার অনেকটাজুড়েই আর্জেন্টিনা-ব্রাজিল। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশ দলটাই যেমন। সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরা লিওনেল মেসির আর্জেন্টিনার সমর্থক। আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটা দেখা কঠিনই তাঁদের জন্য।
আগামীকাল সকালেই যে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মধ্যরাত পর্যন্ত খেলা দেখে সতেজ থেকে মাঠে নামা তো কঠিনই। শিষ্যদের খেলা দেখা আটকাবেন কি না—এমন প্রশ্নের সামনে পড়তে হয়েছে রাসেল ডমিঙ্গোকে। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ কোচ। ডমিঙ্গোর উত্তরই বলে দেয়, কোচ হিসেবে ব্যাপারটা ভালোভাবে নেবেন না তিনি।
কড়া হেডমাস্টারের কণ্ঠেই তাই ডমিঙ্গো বললেন, ‘তাদের (ক্রিকেটারদের) বিছানায় যেতে হবে, এটা সহজ কথা। আপনি সারা রাত ফুটবল দেখে সকালে খেলতে পারেন না। ভোররাত ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯.৩০টায় টেস্ট ম্যাচ খেলতে নামা হবে নির্বুদ্ধিতা। তারা যদি না ঘুমায় এবং খেলা দেখে, তবে সেটা হবে হতাশার।’
এমনিতে প্রথম টেস্টের আগে চোট সমস্যায় ভুগছে বাংলাদেশ। আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। পিঠের চোট থেকে ফেরা তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে তাসকিনের না থাকার সম্ভাবনার কথাই জানিয়েছেন ডমিঙ্গো। অস্বস্তি আছে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েও।
ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সার পিঠে লাগে সাকিবের। ব্যথা আছে সেখানে। সকালে হাসপাতালেও গিয়েছেন সাকিব। হাসপাতাল থেকে ফিরে বাংলাদেশ দলের অনুশীলনের শেষ দিকে নেটে মিনিট বিশেক ব্যাটিং করেছেন। তবে সাকিবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন ডমিঙ্গো।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১৯ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৪৪ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে