
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। মাঠে নামার আগে ইংল্যান্ড দলে ভাইরাস হানা দিয়েছে। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জন আক্রান্ত হয়েছেন।
অসুস্থবোধ করায় এবং ভাইরাস ছড়ানোর ঝুঁকি সীমিত করতে হোটেলে বিশ্রামে থাকতে বলা হয়েছেআক্রান্তদের। ১৬ সদস্যের দলে অর্ধেক ক্রিকেটার পেটের সমস্যায় ভুগছেন। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে ‘ফুড পয়জনিংয়ে’ আক্রান্ত হয়েছেন ইংলিশ ক্রিকেটাররা।
আক্রান্তদের মধ্যে আছেন– ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। উপসর্গে ভুগছেন স্পিনার জ্যাক লিচ। গতকাল জো রুটেরও উপসর্গ ছিল; কিন্তু আজ সুস্থ হয়ে প্রশিক্ষণে যোগ দিয়েছেন তিনি।
খাবারে কোনো অসুবিধায় না পড়তে পাকিস্তান সফরে ওমর মেজিয়ান নামে একজন শেফ নিয়ে আসে ইংল্যান্ড। রুট বুঝতে পারছেন না, সমস্যাটা কোথায় হয়েছে। সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে আমরা এই পরিস্থিতিতে আছি, তবে আমরা মনে করি না এটি খাদ্য সম্পর্কিত।’
ইতিমধ্যে চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার মার্ক উড। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের অর্ধেক খেলোয়াড়। এ অবস্থায় ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হতে পারে অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। ছয় বছর পর সাদা জার্সি গায়ে মাঠে নামতে পারেন বেন ডাকেটও।
২০০৫ সালের পর প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে ইংল্যান্ড। ৯-১৩ ডিসেম্বর হবে মুলতানে দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর করাচিতে হবে সিরিজের শেষ টেস্ট।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। মাঠে নামার আগে ইংল্যান্ড দলে ভাইরাস হানা দিয়েছে। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১৪ জন আক্রান্ত হয়েছেন।
অসুস্থবোধ করায় এবং ভাইরাস ছড়ানোর ঝুঁকি সীমিত করতে হোটেলে বিশ্রামে থাকতে বলা হয়েছেআক্রান্তদের। ১৬ সদস্যের দলে অর্ধেক ক্রিকেটার পেটের সমস্যায় ভুগছেন। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে ‘ফুড পয়জনিংয়ে’ আক্রান্ত হয়েছেন ইংলিশ ক্রিকেটাররা।
আক্রান্তদের মধ্যে আছেন– ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। উপসর্গে ভুগছেন স্পিনার জ্যাক লিচ। গতকাল জো রুটেরও উপসর্গ ছিল; কিন্তু আজ সুস্থ হয়ে প্রশিক্ষণে যোগ দিয়েছেন তিনি।
খাবারে কোনো অসুবিধায় না পড়তে পাকিস্তান সফরে ওমর মেজিয়ান নামে একজন শেফ নিয়ে আসে ইংল্যান্ড। রুট বুঝতে পারছেন না, সমস্যাটা কোথায় হয়েছে। সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে আমরা এই পরিস্থিতিতে আছি, তবে আমরা মনে করি না এটি খাদ্য সম্পর্কিত।’
ইতিমধ্যে চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার মার্ক উড। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের অর্ধেক খেলোয়াড়। এ অবস্থায় ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হতে পারে অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। ছয় বছর পর সাদা জার্সি গায়ে মাঠে নামতে পারেন বেন ডাকেটও।
২০০৫ সালের পর প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট খেলবে ইংল্যান্ড। ৯-১৩ ডিসেম্বর হবে মুলতানে দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর করাচিতে হবে সিরিজের শেষ টেস্ট।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে