নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

তৃতীয় দিনের শেষ বেলার মতোই আজ প্রথম সেশনে দৃঢ়তা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুজনের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ১১৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। ভারতের পাহাড়সম ৫১৩ রানের লক্ষ্য থেকে এখনো ৩৯৪ রান দূরে আছে বাংলাদেশ।
আগের দিনের ৪২ রানের সঙ্গে আজ প্রথম সেশনে রান যোগ করেছে বাংলাদেশ। ৬৪ রান নিয়ে অপরাজিত আছেন শান্ত। শান্তর মতোই ফিফটি তুলে নিয়েছেন অভিষিক্ত জাকির হাসান। তিনি অপরাজিত আছেন ৫৫ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন শান্ত। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে দলকে টেনে নিচ্ছেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০৮ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করেন। ফিফটির পথে তাঁর ব্যাট থেকে এসেছে ছয়টি চার। ফিফটির পর চার মেরেছেন আরও একটি।
শান্তর চেয়ে কিছুটা আক্রমণাত্মক ঢঙে খেলছেন জাকির। ১০৯ বলে ৫৫ রানের ইনিংসে চারের মার ৮টি। কদিন আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও সামর্থ্য দেখিয়েছিলেন, এবার ইনিংস কত বড় করতে পারেন সেটাই দেখার বিষয়। অক্ষর প্যাটেলকে চার মারার পর সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন ১০১ বলে।
এ বছর ওপেনিং জুটিতে ঠিক ভরসা পাচ্ছিল না বাংলাদেশ। শান্ত-জাকিরের জুটি বেশ কিছু বাধা ভেঙেছে। এই বছর ৯ টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের এটি কেবল দ্বিতীয় ফিফটি ছোঁয়া জুটি। দুজনের সেঞ্চুরি জুটি টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের কেবল দ্বিতীয় শতরানের জুটি। এর আগে চতুর্থ ইনিংসে বাংলাদেশ শতরানের জুটি দেখেছিল ২০০৫ সালে। প্রতিপক্ষ জিম্বাবুয়ের। জাভেদ ওমর ও নাফিস ইকবাল ছিলেন প্রথম শতরানের জুটি। দুজনের ১৩৩ রানের সেই জুটির রান ছাড়িয়ে যাওয়ার পথেই আছেন শান্ত-জাকির।

তৃতীয় দিনের শেষ বেলার মতোই আজ প্রথম সেশনে দৃঢ়তা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুজনের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ১১৯ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। ভারতের পাহাড়সম ৫১৩ রানের লক্ষ্য থেকে এখনো ৩৯৪ রান দূরে আছে বাংলাদেশ।
আগের দিনের ৪২ রানের সঙ্গে আজ প্রথম সেশনে রান যোগ করেছে বাংলাদেশ। ৬৪ রান নিয়ে অপরাজিত আছেন শান্ত। শান্তর মতোই ফিফটি তুলে নিয়েছেন অভিষিক্ত জাকির হাসান। তিনি অপরাজিত আছেন ৫৫ রানে। বাংলাদেশের প্রথম ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন শান্ত। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে দলকে টেনে নিচ্ছেন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০৮ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করেন। ফিফটির পথে তাঁর ব্যাট থেকে এসেছে ছয়টি চার। ফিফটির পর চার মেরেছেন আরও একটি।
শান্তর চেয়ে কিছুটা আক্রমণাত্মক ঢঙে খেলছেন জাকির। ১০৯ বলে ৫৫ রানের ইনিংসে চারের মার ৮টি। কদিন আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে বড় রান করতে না পারলেও সামর্থ্য দেখিয়েছিলেন, এবার ইনিংস কত বড় করতে পারেন সেটাই দেখার বিষয়। অক্ষর প্যাটেলকে চার মারার পর সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন ১০১ বলে।
এ বছর ওপেনিং জুটিতে ঠিক ভরসা পাচ্ছিল না বাংলাদেশ। শান্ত-জাকিরের জুটি বেশ কিছু বাধা ভেঙেছে। এই বছর ৯ টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের এটি কেবল দ্বিতীয় ফিফটি ছোঁয়া জুটি। দুজনের সেঞ্চুরি জুটি টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের কেবল দ্বিতীয় শতরানের জুটি। এর আগে চতুর্থ ইনিংসে বাংলাদেশ শতরানের জুটি দেখেছিল ২০০৫ সালে। প্রতিপক্ষ জিম্বাবুয়ের। জাভেদ ওমর ও নাফিস ইকবাল ছিলেন প্রথম শতরানের জুটি। দুজনের ১৩৩ রানের সেই জুটির রান ছাড়িয়ে যাওয়ার পথেই আছেন শান্ত-জাকির।

ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৩ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
৩ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কট
৫ ঘণ্টা আগে