
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে পাকিস্তান সফরেরও দল ঘোষণা করেছে তারা। দুই সফরের দলে জায়গা হয়নি লম্বা সময় ধরে ছন্দহীনতায় ভুগতে থাকা ওপেনার জেসন রয়ের।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ও ছন্দে থাকা ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড। এ জন্য তারা এ বছর সংক্ষিপ্ত সংস্করণে একটিও ম্যাচ না খেলা তিন ক্রিকেটারকে দলে নিয়েছে।
কিছুদিন আগে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেওয়া বেন স্টোকসের সঙ্গে ক্রিস ওকস ও মার্ক উডকে দলে নিয়েছে ইংলিশরা। চোট ও রোটেশনের কারণে এ বছর ২০ ওভারের কোনো ম্যাচেই খেলেননি এই তিনজন। গত বিশ্বকাপে খেলা টাইমল মিলসের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। মিলসের সঙ্গে এই তালিকার অন্য দুই ক্রিকেটার হচ্ছেন লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
অন্যদিকে ১৭ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এ জন্য তারা ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না বিশ্বকাপ দলে জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের জন্য স্টোকসও যাচ্ছেন না পাকিস্তানে। পাকিস্তান সফরের দলে আছেন কিন্তু ২০ ওভারের ম্যাচে অভিষেক হয়নি এমন পাঁচজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ-
টাইমল মিলস, লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম ডাওসন, রিচার্ড গ্লেসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে পাকিস্তান সফরেরও দল ঘোষণা করেছে তারা। দুই সফরের দলে জায়গা হয়নি লম্বা সময় ধরে ছন্দহীনতায় ভুগতে থাকা ওপেনার জেসন রয়ের।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ও ছন্দে থাকা ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড। এ জন্য তারা এ বছর সংক্ষিপ্ত সংস্করণে একটিও ম্যাচ না খেলা তিন ক্রিকেটারকে দলে নিয়েছে।
কিছুদিন আগে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেওয়া বেন স্টোকসের সঙ্গে ক্রিস ওকস ও মার্ক উডকে দলে নিয়েছে ইংলিশরা। চোট ও রোটেশনের কারণে এ বছর ২০ ওভারের কোনো ম্যাচেই খেলেননি এই তিনজন। গত বিশ্বকাপে খেলা টাইমল মিলসের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। মিলসের সঙ্গে এই তালিকার অন্য দুই ক্রিকেটার হচ্ছেন লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
অন্যদিকে ১৭ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এ জন্য তারা ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না বিশ্বকাপ দলে জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের জন্য স্টোকসও যাচ্ছেন না পাকিস্তানে। পাকিস্তান সফরের দলে আছেন কিন্তু ২০ ওভারের ম্যাচে অভিষেক হয়নি এমন পাঁচজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ-
টাইমল মিলস, লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম ডাওসন, রিচার্ড গ্লেসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২৮ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে