
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ আইপিএলে হয়তো সাকিব আল হাসানকে দেখা যেত কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। কিন্তু কদিন আগে আইপিএলে না খেলার কথা জানিয়ে দিয়েছেন সাকিব। যদি আইপিএল খেলতে যেতেন, তাহলে কলকাতার একাদশে সুযোগ পাওয়া বাংলাদেশের এই অলরাউন্ডারের জন্য ছিল অনেক ‘যদি-কিন্তুর’ ব্যাপার।
এবারের আইপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে কলকাতা। একটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে নীতিশ রানার দল। পাঞ্জাব কিংসের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা কলকাতা গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৮১ রানের বিশাল জয় পেয়েছে। দুই ম্যাচে কলকাতার বিদেশি খেলোয়াড়েরা তুলনামূলক ভালো খেলেছেন। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে ১৯ বলে ৩৫ রান করেন আন্দ্রে রাসেল। রাসেলের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে ৭ রানে হেরে যায় কলকাতা।
প্রথম ম্যাচের ধারাবাহিকতা গতকাল রাসেল ধরে রাখতে পারেননি। গোল্ডেন ডাক মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আর রাসেল ছাড়াও অন্য বিদেশি ক্রিকেটাররা দারুণ খেলেছেন। ওপেনিংয়ে ৪৪ বলে ৫৭ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। কলকাতার স্পিনাররা গতকাল আরসিবি ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন। ১০ উইকেটের ৯ উইকেট নিয়েছেন স্পিনাররা, যেখানে ভারতীয়দের মধ্যে বরুণ চক্রবর্তী নিয়েছেন ৪ উইকেট আর সুয়াশ শর্মা নিয়েছেন ৩ উইকেট। আর বিদেশি স্পিনার সুনীল নারাইন ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে টিম সাউদি আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। দুই ম্যাচে ৬ ওভার বোলিং করে ৭৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কিউই এই পেসার। সাকিব খেললে হয়তোবা কলকাতার একাদশে সুযোগ পেয়ে যেতেন। এমনকি বাংলাদেশের এই অলরাউন্ডারকে বিশেষ প্রস্তাব কলকাতা দিয়েছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
সাকিবের পরিবর্তে একজন বিদেশি খেলোয়াড় নিয়েছে কলকাতা। ভারতীয় ২ কোটি ৮০ লাখ রুপিতে রয়কে নিয়েছে কলকাতা। ইংল্যান্ডের এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ আইপিএলে হয়তো সাকিব আল হাসানকে দেখা যেত কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। কিন্তু কদিন আগে আইপিএলে না খেলার কথা জানিয়ে দিয়েছেন সাকিব। যদি আইপিএল খেলতে যেতেন, তাহলে কলকাতার একাদশে সুযোগ পাওয়া বাংলাদেশের এই অলরাউন্ডারের জন্য ছিল অনেক ‘যদি-কিন্তুর’ ব্যাপার।
এবারের আইপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে কলকাতা। একটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে নীতিশ রানার দল। পাঞ্জাব কিংসের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা কলকাতা গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৮১ রানের বিশাল জয় পেয়েছে। দুই ম্যাচে কলকাতার বিদেশি খেলোয়াড়েরা তুলনামূলক ভালো খেলেছেন। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে ১৯ বলে ৩৫ রান করেন আন্দ্রে রাসেল। রাসেলের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে ৭ রানে হেরে যায় কলকাতা।
প্রথম ম্যাচের ধারাবাহিকতা গতকাল রাসেল ধরে রাখতে পারেননি। গোল্ডেন ডাক মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আর রাসেল ছাড়াও অন্য বিদেশি ক্রিকেটাররা দারুণ খেলেছেন। ওপেনিংয়ে ৪৪ বলে ৫৭ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। কলকাতার স্পিনাররা গতকাল আরসিবি ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন। ১০ উইকেটের ৯ উইকেট নিয়েছেন স্পিনাররা, যেখানে ভারতীয়দের মধ্যে বরুণ চক্রবর্তী নিয়েছেন ৪ উইকেট আর সুয়াশ শর্মা নিয়েছেন ৩ উইকেট। আর বিদেশি স্পিনার সুনীল নারাইন ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তবে টিম সাউদি আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। দুই ম্যাচে ৬ ওভার বোলিং করে ৭৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কিউই এই পেসার। সাকিব খেললে হয়তোবা কলকাতার একাদশে সুযোগ পেয়ে যেতেন। এমনকি বাংলাদেশের এই অলরাউন্ডারকে বিশেষ প্রস্তাব কলকাতা দিয়েছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
সাকিবের পরিবর্তে একজন বিদেশি খেলোয়াড় নিয়েছে কলকাতা। ভারতীয় ২ কোটি ৮০ লাখ রুপিতে রয়কে নিয়েছে কলকাতা। ইংল্যান্ডের এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে