
আরব আমিরাত ও ওমানে আয়োজিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। আসরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ভরাডুরির শুরুটা হয়েছিল স্কটল্যান্ডকে দিয়ে। মাসকাটে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল রাসেল ডমিঙ্গোর দল।
বেশ কয়েকজন অপেশাদার ক্রিকেটার নিয়ে গড়া স্কটল্যান্ডের বিপক্ষে ওই হারের ক্ষত হয়তো এখনো বয়ে বেড়াচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ছেলেদের ক্ষতে আজ কিছুটা হলেও বুঝি প্রলেপ পড়ল মেয়েদের সাফল্যে।
মাহমুদউল্লাহরা না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ঠিকই পেরেছে বাংলাদেশ নারী দল। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে আজ স্কটিশদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাঁচ দলের বাছাই পর্বে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অঘোষিত ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল সকালে শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা। এই ম্যাচের জয়ী দল পাবে বার্মিংহামে মূল পর্ব খেলার টিকিট।
কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে আজ স্কটল্যান্ডের দেওয়া ৭৮ রানের মামুলি লক্ষ্যটা ২৮ বল অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই শামীমা সুলতানা (০) স্টাম্পড হলেও আর কোনো ক্ষতি হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তাঁরা।
মুর্শিদা পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর ২০ অপরাজিত ছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করা ফারজানা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন স্কটল্যান্ডের মেয়েরা। সালমা খাতুনদের দারুণ বোলিংয়ে ১২ রানে উইকেট হারান তাঁরা। তৃতীয় উইকেটে সারাহ ব্রাইস ও ক্যাটি ম্যাকগিল প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অষ্টম ওভারে নাহিদা আক্তার এ জুটি ভাঙতেই মড়ক লাগে স্কটিশদের ইনিংসে। ৫০/ ২ থেকে ৭৭ রানেই ‘প্যাকেট’ তারা।
ব্রাইস আর ম্যাকগিল ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাকিদের রান ফোন ডিজিটের মতো—৫,২, ২,৫, ৪,২, ৪,০, ০ *!
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, নাহিদা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা। ফিফটি করে বাংলাদেশকে জেতানো মুর্শিদার হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড
১৭.৩ ওভারে ৭৭ অলআউট
সারাহ ২৯, ম্যাকগিল ২২
সালমা ২/৯, মেঘলা ২/১১
বাংলাদেশ
১৫.২ ওভারে ৭৮/১
মুর্শিদা ৫০ *, ফারজানা ২০ *
ক্যাথরিন ১/১২
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুর্শিদা (বাংলাদেশ)

আরব আমিরাত ও ওমানে আয়োজিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। আসরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ভরাডুরির শুরুটা হয়েছিল স্কটল্যান্ডকে দিয়ে। মাসকাটে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল রাসেল ডমিঙ্গোর দল।
বেশ কয়েকজন অপেশাদার ক্রিকেটার নিয়ে গড়া স্কটল্যান্ডের বিপক্ষে ওই হারের ক্ষত হয়তো এখনো বয়ে বেড়াচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে ছেলেদের ক্ষতে আজ কিছুটা হলেও বুঝি প্রলেপ পড়ল মেয়েদের সাফল্যে।
মাহমুদউল্লাহরা না পারলেও স্কটল্যান্ডের বিপক্ষে ঠিকই পেরেছে বাংলাদেশ নারী দল। কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে আজ স্কটিশদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
পাঁচ দলের বাছাই পর্বে টানা তিন জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে অঘোষিত ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামীকাল সকালে শীর্ষ দল শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলার মেয়েরা। এই ম্যাচের জয়ী দল পাবে বার্মিংহামে মূল পর্ব খেলার টিকিট।
কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে আজ স্কটল্যান্ডের দেওয়া ৭৮ রানের মামুলি লক্ষ্যটা ২৮ বল অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই শামীমা সুলতানা (০) স্টাম্পড হলেও আর কোনো ক্ষতি হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তাঁরা।
মুর্শিদা পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর ২০ অপরাজিত ছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করা ফারজানা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং তোপে পড়েন স্কটল্যান্ডের মেয়েরা। সালমা খাতুনদের দারুণ বোলিংয়ে ১২ রানে উইকেট হারান তাঁরা। তৃতীয় উইকেটে সারাহ ব্রাইস ও ক্যাটি ম্যাকগিল প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অষ্টম ওভারে নাহিদা আক্তার এ জুটি ভাঙতেই মড়ক লাগে স্কটিশদের ইনিংসে। ৫০/ ২ থেকে ৭৭ রানেই ‘প্যাকেট’ তারা।
ব্রাইস আর ম্যাকগিল ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাকিদের রান ফোন ডিজিটের মতো—৫,২, ২,৫, ৪,২, ৪,০, ০ *!
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, নাহিদা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা। ফিফটি করে বাংলাদেশকে জেতানো মুর্শিদার হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড
১৭.৩ ওভারে ৭৭ অলআউট
সারাহ ২৯, ম্যাকগিল ২২
সালমা ২/৯, মেঘলা ২/১১
বাংলাদেশ
১৫.২ ওভারে ৭৮/১
মুর্শিদা ৫০ *, ফারজানা ২০ *
ক্যাথরিন ১/১২
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুর্শিদা (বাংলাদেশ)

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে