ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার সামনে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৭ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জয়। লর্ডসে যখন এমন একটা সমীকরণ এসে পড়ল, সেই মুহূর্তে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৮২ রান। প্রোটিয়াদের স্কোর এক পর্যায়ে দেখা যায় ১৯.১ ওভারে ২ উইকেটে ৭৬ রান। ২০তম ওভারের দ্বিতীয় বলে প্রোটিয়ারা হারাতে পারত তৃতীয় উইকেট। মিচেল স্টার্কের ঘণ্টায় ১৩৮ কিলোমিটার গতির বলে টেম্বা বাভুমা ড্রাইভ করতে যান। এজ হওয়া বল প্রথম স্লিপে হেলমেট পরে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের কাছে যায়। তবে স্মিথ সহজ ক্যাচটা তালুবন্দী করতে পারেননি। ক্যাচ মিসের পর মাটিতে পড়ে যান তিনি। লুটিয়ে পড়ে স্মিথ তখন ডান ঘাড়ে হাত দিয়েছেন। দ্রুতই অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার মাঠ ছেড়ে চলে যান। মনে হয়েছে আঙুলেও স্মিথ যথেষ্ট ব্যথা পেয়েছেন। তাঁর পরিবর্তে স্যাম কনস্টাসকে বদলি ফিল্ডার হিসেবে নামানো হয়।
২০১০ থেকে শুরু করে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৩৫ ম্যাচ খেলেছেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে ধরেছেন ৩৩১ ক্যাচ। যার মধ্যে টেস্টেই তাঁর ক্যাচ ২০০। বাজপাখির মতো উড়ে স্লিপ, কাভার এলাকায় অনেক অসাধারণ ক্যাচও তিনি ধরেছেন। তবে আজ অস্ট্রেলিয়ার দুর্দান্ত এই ফিল্ডার যে ক্যাচ ছেড়েছেন, সেটা হয়তো অজিদের ফাইনাল জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বাভুমা যখন জীবন পেয়েছেন, তখন তাঁর রান ২। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৩১ ওভারে ২ উইকেটে ১১৯ রান। মার্করাম ও বাভুমা ৫৫ ও ৩০ রানে ব্যাটিং করছেন। তৃতীয় উইকেটে তাঁরা এরই মধ্যে ৪৯ রানের জুটি গড়েছেন।
২০২৩-২৫ চক্রের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়া বোলারদের তোপে শুরুর ধাক্কা সামলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর এক পর্যায়ে ছিল ৫ উইকেটে ১৯২ রান। সেখান থেকেই বিশাল ধসে ২১২ রানে গুটিয়ে যায় অজিরা। ৫ উইকেট নিয়ে কাগিসো রাবাদা ভাঙেন অ্যালান ডোনাল্ডের রেকর্ড। রাবাদার জবাব এরপর দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ২৬ রানে ৬ উইকেট নিয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কামিন্স। তাঁর আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট প্রোটিয়ারা।
বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত কোনো টেস্ট হারেনি। এর আগের ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে দলটি। এক ম্যাচ ড্র করেছে। দলপতি হিসেবে ১০ নম্বর টেস্টেও অপরাজিত থাকতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে। অজি বোলারদের তোপ সামলে ২৮২ রানের পাহাড় টপকাতে এখন প্রোটিয়াদের।

অস্ট্রেলিয়ার সামনে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৭ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জয়। লর্ডসে যখন এমন একটা সমীকরণ এসে পড়ল, সেই মুহূর্তে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৮২ রান। প্রোটিয়াদের স্কোর এক পর্যায়ে দেখা যায় ১৯.১ ওভারে ২ উইকেটে ৭৬ রান। ২০তম ওভারের দ্বিতীয় বলে প্রোটিয়ারা হারাতে পারত তৃতীয় উইকেট। মিচেল স্টার্কের ঘণ্টায় ১৩৮ কিলোমিটার গতির বলে টেম্বা বাভুমা ড্রাইভ করতে যান। এজ হওয়া বল প্রথম স্লিপে হেলমেট পরে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের কাছে যায়। তবে স্মিথ সহজ ক্যাচটা তালুবন্দী করতে পারেননি। ক্যাচ মিসের পর মাটিতে পড়ে যান তিনি। লুটিয়ে পড়ে স্মিথ তখন ডান ঘাড়ে হাত দিয়েছেন। দ্রুতই অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার মাঠ ছেড়ে চলে যান। মনে হয়েছে আঙুলেও স্মিথ যথেষ্ট ব্যথা পেয়েছেন। তাঁর পরিবর্তে স্যাম কনস্টাসকে বদলি ফিল্ডার হিসেবে নামানো হয়।
২০১০ থেকে শুরু করে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৩৫ ম্যাচ খেলেছেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে ধরেছেন ৩৩১ ক্যাচ। যার মধ্যে টেস্টেই তাঁর ক্যাচ ২০০। বাজপাখির মতো উড়ে স্লিপ, কাভার এলাকায় অনেক অসাধারণ ক্যাচও তিনি ধরেছেন। তবে আজ অস্ট্রেলিয়ার দুর্দান্ত এই ফিল্ডার যে ক্যাচ ছেড়েছেন, সেটা হয়তো অজিদের ফাইনাল জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বাভুমা যখন জীবন পেয়েছেন, তখন তাঁর রান ২। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৩১ ওভারে ২ উইকেটে ১১৯ রান। মার্করাম ও বাভুমা ৫৫ ও ৩০ রানে ব্যাটিং করছেন। তৃতীয় উইকেটে তাঁরা এরই মধ্যে ৪৯ রানের জুটি গড়েছেন।
২০২৩-২৫ চক্রের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়া বোলারদের তোপে শুরুর ধাক্কা সামলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর এক পর্যায়ে ছিল ৫ উইকেটে ১৯২ রান। সেখান থেকেই বিশাল ধসে ২১২ রানে গুটিয়ে যায় অজিরা। ৫ উইকেট নিয়ে কাগিসো রাবাদা ভাঙেন অ্যালান ডোনাল্ডের রেকর্ড। রাবাদার জবাব এরপর দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ২৬ রানে ৬ উইকেট নিয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কামিন্স। তাঁর আগুনে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট প্রোটিয়ারা।
বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত কোনো টেস্ট হারেনি। এর আগের ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে দলটি। এক ম্যাচ ড্র করেছে। দলপতি হিসেবে ১০ নম্বর টেস্টেও অপরাজিত থাকতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে। অজি বোলারদের তোপ সামলে ২৮২ রানের পাহাড় টপকাতে এখন প্রোটিয়াদের।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৬ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৭ ঘণ্টা আগে