
৩৬ দিন পর শুরু হচ্ছে সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ। সবচেয়ে বড় বলতে হচ্ছে কারণ, ২০ দল নিয়ে যে আগে কখনো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হয়নি! সেটিই হতে যাচ্ছে জুনে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
প্রথমবারের মতন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিনিরা। ইতিহাস গড়তে যাওয়া এই বিশ্বকাপে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল ও অলিম্পিকে আটবারের স্বর্ণ পদকজয়ী জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন যুবরাজ। প্রথমবার আগের দুজনকে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয় আইসিসি। তাঁদের সঙ্গে যোগ দিলেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপাজয়ী যুবরাজ।
বিশ্বকাপ শুরুর ৩৬ দিন আগে যুবরাজকে অ্যাম্বাসেডর করার পেছনেও কারণ রয়েছে। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন তিনি। স্টুয়ার্ড ব্রডের করা ওভারে মেরেছিলেন টানা ৬ ছক্কা। যা টি-টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ও বিনোদনমূলক ইনিংস হিসেবে বিবেচিত করা হয়। মার্কিন মুলুকে বিশ্বকাপের প্রচারে বেশ কিছু ইভেন্টে অংশ নেবেন যুবরাজ। যার মধ্যে আছে ৯ জুন নিউইয়র্কের ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়া নিয়ে ৪২ বছর বয়সী যুবরাজ বলেছেন, ‘এক ওভারে ৬ ছক্কা মারাসহ আমার প্রিয় ক্রিকেটীয় স্মৃতির বেশ কিছু এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। তাই এই সংস্করণের অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত।’
যুবরাজকে অ্যাম্বাসেডর করা নিয়ে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেছেন, ‘যুবরাজকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর করতে পারা সম্মানের। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থক। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছয় মেরে বিশ্বকাপ জিতেছেন তিনি। এটি টুর্নামেন্টের সবচেয়ে আইকনিক মুহূর্তও।’

৩৬ দিন পর শুরু হচ্ছে সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ। সবচেয়ে বড় বলতে হচ্ছে কারণ, ২০ দল নিয়ে যে আগে কখনো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হয়নি! সেটিই হতে যাচ্ছে জুনে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
প্রথমবারের মতন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিনিরা। ইতিহাস গড়তে যাওয়া এই বিশ্বকাপে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল ও অলিম্পিকে আটবারের স্বর্ণ পদকজয়ী জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন যুবরাজ। প্রথমবার আগের দুজনকে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয় আইসিসি। তাঁদের সঙ্গে যোগ দিলেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপাজয়ী যুবরাজ।
বিশ্বকাপ শুরুর ৩৬ দিন আগে যুবরাজকে অ্যাম্বাসেডর করার পেছনেও কারণ রয়েছে। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন তিনি। স্টুয়ার্ড ব্রডের করা ওভারে মেরেছিলেন টানা ৬ ছক্কা। যা টি-টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ও বিনোদনমূলক ইনিংস হিসেবে বিবেচিত করা হয়। মার্কিন মুলুকে বিশ্বকাপের প্রচারে বেশ কিছু ইভেন্টে অংশ নেবেন যুবরাজ। যার মধ্যে আছে ৯ জুন নিউইয়র্কের ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়া নিয়ে ৪২ বছর বয়সী যুবরাজ বলেছেন, ‘এক ওভারে ৬ ছক্কা মারাসহ আমার প্রিয় ক্রিকেটীয় স্মৃতির বেশ কিছু এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। তাই এই সংস্করণের অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত।’
যুবরাজকে অ্যাম্বাসেডর করা নিয়ে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেছেন, ‘যুবরাজকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর করতে পারা সম্মানের। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থক। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছয় মেরে বিশ্বকাপ জিতেছেন তিনি। এটি টুর্নামেন্টের সবচেয়ে আইকনিক মুহূর্তও।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে