
বিশ্বকাপের সূচি আইসিসি ঘোষণা করেছে দুই দিন আগে। তবু ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে।
৫ অক্টোবর শুরু হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। খসড়া সূচিতেও ভেন্যু, তারিখ ছিল একই। আহমেদাবাদে খেলা নিয়ে আপত্তির কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল আগেই। এই আপত্তি মূলত পাকিস্তান সরকারের। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, যদি পাকিস্তান সরকার তাদের ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলতে দিতে না চায়, তাহলে চেন্নাইকে বিকল্প হিসেবে ভাবা হয়েছে। পিসিবির এক মুখপাত্র বলেন, ‘ভারতে যেকোনো সফরের জন্য পাকিস্তান সরকারের থেকে পিসিবির অনুমতি নিতে হয়। ম্যাচের ভেন্যুর ব্যাপারও এখানে রয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে দেখছি এবং শোনামাত্রই আমরা তা ইভেন্ট কর্তৃপক্ষকে (আইসিসি) জানাব। দুই সপ্তাহ আগে আইসিসিকে আমরা বলেছিলাম, যখন আমাদের খসড়া সূচি পাঠানো হয়েছিল। তখন আমাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।’
২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে ১০ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এর আগে ১২ বার হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। দুবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড আর রানার্সআপ নিউজিল্যান্ড।

বিশ্বকাপের সূচি আইসিসি ঘোষণা করেছে দুই দিন আগে। তবু ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে।
৫ অক্টোবর শুরু হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। খসড়া সূচিতেও ভেন্যু, তারিখ ছিল একই। আহমেদাবাদে খেলা নিয়ে আপত্তির কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল আগেই। এই আপত্তি মূলত পাকিস্তান সরকারের। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, যদি পাকিস্তান সরকার তাদের ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলতে দিতে না চায়, তাহলে চেন্নাইকে বিকল্প হিসেবে ভাবা হয়েছে। পিসিবির এক মুখপাত্র বলেন, ‘ভারতে যেকোনো সফরের জন্য পাকিস্তান সরকারের থেকে পিসিবির অনুমতি নিতে হয়। ম্যাচের ভেন্যুর ব্যাপারও এখানে রয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে দেখছি এবং শোনামাত্রই আমরা তা ইভেন্ট কর্তৃপক্ষকে (আইসিসি) জানাব। দুই সপ্তাহ আগে আইসিসিকে আমরা বলেছিলাম, যখন আমাদের খসড়া সূচি পাঠানো হয়েছিল। তখন আমাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।’
২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে ১০ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এর আগে ১২ বার হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। দুবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড আর রানার্সআপ নিউজিল্যান্ড।

মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা বয়কটের কারণে ২০২৬ বিপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্বের ম্যাচই নয়, পরিবর্তন করতে হয়েছে প্লে-অফের সূচিও। তবে ফাইনাল হবে নির্ধারিত দিনেই।
২৩ মিনিট আগে
দীপক চাহারের বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে মারলেন মেহেদী হাসান মিরাজ। বল সীমানার দড়ি ছোঁয়ার আগেই মেহেদী হাসান মিরাজ শূন্যে উড়লেন। বাংলাদেশ ক্রিকেটের ডাগআউটে তখন উল্লাস। ২০২২ সালে মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ের কথা যে বলা হয়েছে, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা
২ ঘণ্টা আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো জানেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের পর পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছিলেন
২ ঘণ্টা আগে