
নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপের অভিযানটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে মাঝারি রানের লক্ষ্য দিয়েও জয়টা এসেছে তাসকিন আহমেদের অবিশ্বাস্য বোলিংয়ে। দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচের দিন সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এই পেসার। আর আজ প্রশংসায় ভাসলেন অধিনায়ক সাকিব আল হাসানের কাছে।
সাকিবের মতে, মাশরাফি বিন মুর্তজার পর তাসকিনই বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন, ‘মাশরাফির পর তাসকিনই বাংলাদেশের পেস বোলিংয়ের অন্যতম একজন নেতা। সে গত দু-তিন বছর ধরে অসাধারণ বোলিং করছে। সে নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেছে।’
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে ক্রিকেটে অবসর নেননি বাংলাদেশের সর্বকালের সেরা পেসার মাশরাফি। দীর্ঘদিন বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর কয়েক বছর মোস্তাফিজুর রহমান বোলিংয়ের নেতৃত্ব দিলেও এখন তিনি খেই হারিয়ে ফেলেছেন। গত কয়েক বছর ধরেই সব সংস্করণে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। তাঁর দেখানো পথেই বাংলাদেশ সাফল্য পেয়ে আসছে। বিশ্বকাপের দুর্দান্ত শুরুটাও তিনি করেছেন। ডাচদের বিপক্ষে জয়ের ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার।
শুধু তাসকিনের প্রশংসা করেই থামেননি সাকিব, পুরো বোলিং ইউনিটকে নিয়ে গর্বও করেছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সব সংস্করণে আমাদের এখন ভালো বোলিং ইউনিট আছে। তারা ভালো করছে। আমি খুবই গর্বিত যে তারা নিজেদের উন্নতি করছে। তারা এখন দলকে সাফল্য এনে দিচ্ছে। আশা করি, তারা আগামী ম্যাচগুলোতে এই পারফরম্যান্সটা ধরে রাখলে নিশ্চিতভাবেই আমাদের বিশ্বকাপটা ভালো কাটবে।’

নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপের অভিযানটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে মাঝারি রানের লক্ষ্য দিয়েও জয়টা এসেছে তাসকিন আহমেদের অবিশ্বাস্য বোলিংয়ে। দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচের দিন সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এই পেসার। আর আজ প্রশংসায় ভাসলেন অধিনায়ক সাকিব আল হাসানের কাছে।
সাকিবের মতে, মাশরাফি বিন মুর্তজার পর তাসকিনই বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন, ‘মাশরাফির পর তাসকিনই বাংলাদেশের পেস বোলিংয়ের অন্যতম একজন নেতা। সে গত দু-তিন বছর ধরে অসাধারণ বোলিং করছে। সে নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেছে।’
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে ক্রিকেটে অবসর নেননি বাংলাদেশের সর্বকালের সেরা পেসার মাশরাফি। দীর্ঘদিন বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর কয়েক বছর মোস্তাফিজুর রহমান বোলিংয়ের নেতৃত্ব দিলেও এখন তিনি খেই হারিয়ে ফেলেছেন। গত কয়েক বছর ধরেই সব সংস্করণে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। তাঁর দেখানো পথেই বাংলাদেশ সাফল্য পেয়ে আসছে। বিশ্বকাপের দুর্দান্ত শুরুটাও তিনি করেছেন। ডাচদের বিপক্ষে জয়ের ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার।
শুধু তাসকিনের প্রশংসা করেই থামেননি সাকিব, পুরো বোলিং ইউনিটকে নিয়ে গর্বও করেছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সব সংস্করণে আমাদের এখন ভালো বোলিং ইউনিট আছে। তারা ভালো করছে। আমি খুবই গর্বিত যে তারা নিজেদের উন্নতি করছে। তারা এখন দলকে সাফল্য এনে দিচ্ছে। আশা করি, তারা আগামী ম্যাচগুলোতে এই পারফরম্যান্সটা ধরে রাখলে নিশ্চিতভাবেই আমাদের বিশ্বকাপটা ভালো কাটবে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১১ ঘণ্টা আগে