নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় সন্তানের বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। গতকাল মধ্যরাতে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সৈয়দা নাঈমা রাবেয়া। এর আগে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এশিয়া কাপ যখন খুব কাছে, তখনই তাসকিন পেলেন খুশির খবর। গতকাল রাতে সন্তান পৃথিবীতে আসার সুখবর নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ (গতকাল দিবাগত রাত) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তাসকিন। প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলেও কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি। ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।
এশিয়া কাপ খেলতে ২৭ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ধারাবাহিক ভালো পারফরম্যান্স অব্যহত রাখতে অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন তাসকিন। কয়েক বছর ধরে বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।
বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ আসছে বার বার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় ফিরিয়ে দিয়েছেন- আইপিএল, পিএসএল ও এলপিএলের সুযোগ। তবে গত মাসে জিম আফ্রো টি-টেন লিগে অসাধারণ পারফরম্যান্স করছেন।
এশিয়া কাপে এবার নিচেকে নিংড়ে দেওয়ার অপেক্ষায় তাসকিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবেন সাকিব আল হাসানরা।

তৃতীয় সন্তানের বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। গতকাল মধ্যরাতে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সৈয়দা নাঈমা রাবেয়া। এর আগে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এশিয়া কাপ যখন খুব কাছে, তখনই তাসকিন পেলেন খুশির খবর। গতকাল রাতে সন্তান পৃথিবীতে আসার সুখবর নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ (গতকাল দিবাগত রাত) রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হন তাসকিন। প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান। গত বছরের এপ্রিলেও কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি। ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।
এশিয়া কাপ খেলতে ২৭ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ধারাবাহিক ভালো পারফরম্যান্স অব্যহত রাখতে অনুশীলন ক্যাম্পে প্রস্তুত হচ্ছেন তাসকিন। কয়েক বছর ধরে বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি।
বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ফ্র্যাঞ্চাইজি লিগেও সুযোগ আসছে বার বার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় ফিরিয়ে দিয়েছেন- আইপিএল, পিএসএল ও এলপিএলের সুযোগ। তবে গত মাসে জিম আফ্রো টি-টেন লিগে অসাধারণ পারফরম্যান্স করছেন।
এশিয়া কাপে এবার নিচেকে নিংড়ে দেওয়ার অপেক্ষায় তাসকিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবেন সাকিব আল হাসানরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে