
সৌম্য সরকার চোটে না পড়লে ব্যাটিংয়ে দেখা যেত না তানজিদ হাসান তামিমকে। তবে কনকাশন বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন এই বাঁহাতি ওপেনার। চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় সতীর্থদের বিদায়ের মাঝে ৮১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তানজিদ।
শুরুতে তানজিদের এই ইনিংসের পর বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিশাদ হোসেন। তিনি যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের রান তখন ৩৬ ওভারে ৬ উইকেটে ১৭৮। জয়ের জন্য প্রয়োজন ৫৮ রান। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পরের ২৫ বলের মধ্যে বাংলাদেশকে জয় এনে দেন তিনি। যার মধ্যে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ইনিংসের ৩৯তম ওভারে টানা দুই ছয় ও টানা তিন চারে নিয়েছেন ২৪ রান।
১৮ বলে রিশাদের অপরাজিত ৪৮ রানের ইনিংসটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। আর তাঁর এই ইনিংসকে ১০-এ ২০ দিয়েছেন তানজিদ। আজ ম্যাচ শেষে চট্টগ্রামে বিসিবির ফেসবুকে পেজে প্রচারিত সাক্ষাৎকারে রিশাদের এ ইনিংসকে তিনি মূল্যায়ন করেছেন এভাবে, ‘১০-এ ২০ দেব। ওই সময়ে যে ইনিংস খেলেছে, ওই বিধ্বংসী ইনিংসে আমাদের জয় সহজ হয়ে গেছে।’
রিশাদের ইনিংসকে তানজিদ ১০-এ ২০ দিলেও রিশাদ তাঁর সতীর্থের ইনিংসকে দিয়েছেন ১০-এ ১০। তানজিদের ইনিংসকে কত দেবেন এই প্রশ্নে রিশাদ বলেন, ‘১০-এ ১০ দেব।’
সৌম্যের বদলি হিসেবে সুযোগ পান তানজিদ। শুরুতে যখন তাঁকে ব্যাটিংয়ে নামতে বলা হয় সেটি বিশ্বাস করতে চাননি তিনি। মনে করেছিলেন মজা করছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি লাঞ্চ করতেছিলমা। ওই সময় কোচ এসে বললেন কনকাশন হিসেবে ব্যাটিং করতে হবে। আমি সেটা প্রথমে সিরিয়াসলি নিইনি। আমি মনে করছি, মজা করতেছে। তবে পরে সিরিয়াসলি বলল, আমাকে ব্যাটিংয়ে যেতে হবে।’

সৌম্য সরকার চোটে না পড়লে ব্যাটিংয়ে দেখা যেত না তানজিদ হাসান তামিমকে। তবে কনকাশন বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন এই বাঁহাতি ওপেনার। চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় সতীর্থদের বিদায়ের মাঝে ৮১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তানজিদ।
শুরুতে তানজিদের এই ইনিংসের পর বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিশাদ হোসেন। তিনি যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের রান তখন ৩৬ ওভারে ৬ উইকেটে ১৭৮। জয়ের জন্য প্রয়োজন ৫৮ রান। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পরের ২৫ বলের মধ্যে বাংলাদেশকে জয় এনে দেন তিনি। যার মধ্যে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার করা ইনিংসের ৩৯তম ওভারে টানা দুই ছয় ও টানা তিন চারে নিয়েছেন ২৪ রান।
১৮ বলে রিশাদের অপরাজিত ৪৮ রানের ইনিংসটি দারুণ প্রশংসা কুড়িয়েছে। আর তাঁর এই ইনিংসকে ১০-এ ২০ দিয়েছেন তানজিদ। আজ ম্যাচ শেষে চট্টগ্রামে বিসিবির ফেসবুকে পেজে প্রচারিত সাক্ষাৎকারে রিশাদের এ ইনিংসকে তিনি মূল্যায়ন করেছেন এভাবে, ‘১০-এ ২০ দেব। ওই সময়ে যে ইনিংস খেলেছে, ওই বিধ্বংসী ইনিংসে আমাদের জয় সহজ হয়ে গেছে।’
রিশাদের ইনিংসকে তানজিদ ১০-এ ২০ দিলেও রিশাদ তাঁর সতীর্থের ইনিংসকে দিয়েছেন ১০-এ ১০। তানজিদের ইনিংসকে কত দেবেন এই প্রশ্নে রিশাদ বলেন, ‘১০-এ ১০ দেব।’
সৌম্যের বদলি হিসেবে সুযোগ পান তানজিদ। শুরুতে যখন তাঁকে ব্যাটিংয়ে নামতে বলা হয় সেটি বিশ্বাস করতে চাননি তিনি। মনে করেছিলেন মজা করছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি লাঞ্চ করতেছিলমা। ওই সময় কোচ এসে বললেন কনকাশন হিসেবে ব্যাটিং করতে হবে। আমি সেটা প্রথমে সিরিয়াসলি নিইনি। আমি মনে করছি, মজা করতেছে। তবে পরে সিরিয়াসলি বলল, আমাকে ব্যাটিংয়ে যেতে হবে।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে