
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা এবং দলীয় শক্তি-সামর্থ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম দ্বিপক্ষীয় সিরিজের সাক্ষাতে তাই প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার স্বপ্নই হয়তো দেখেছিলেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা।
তবে সিরিজ শুরুর পর উল্টো চিত্রর দেখা মিলেছে। বাংলাদেশকেই ধরাশায়ী করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দুই টি-টোয়েন্টির জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় স্বাগতিকেরা। গতকাল হিউস্টনে সিরিজের শেষ ও তৃতীয়টিতে ১০ উইকেটের জয়ে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হতাশাজনক পারফরম্যান্সের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান করা তানজিদ হাসান তামিম। প্রতিপক্ষের কাছে নাস্তানাবুদ হওয়ার ব্যাখ্যায় বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘ম্যাচ হারের পেছনে ভ্রমণক্লান্তি বা বেশি খেলা—এমন কিছুই ছিল না। আমরা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি। অনুশীলনের সুবিধাও ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং প্রস্তুতি নিয়েছি। তবে প্রথম দুই ম্যাচে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি আমরা। আজকের (গতকাল) ম্যাচে প্রতিটি জায়গায় পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। আগের দুই ম্যাচে পরিকল্পনা কাজে না লাগানোয় হেরেছি।’
সিরিজ হারা নিয়ে তানজিদ তামিম আরও বলেন, ‘আসলে হতাশ না, সবারই মন খারাপ ছিল। প্রতিটা হারই খারাপ লাগে। দুই ম্যাচে হারার পর সবাই মিলে আলোচনা করেছি, কেন পরিকল্পনাটা কাজে লাগাতে পারছি না। সবাই মিলে শান্ত থাকার চেষ্টা করছি। আজকে এটাই চেষ্টা করেছি আমরা এসব পরিস্থিতিতে কীভাবে ঠান্ডা থেকে নিজেদের পরিকল্পনাটা কাজে লাগাতে পারি। আল্লাহর রহমতে সবাই আজকে সেটা করতে পেরেছে।’
যুক্তরাষ্ট্রের কাছে হার বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন তানজিদ তামিম। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমি বলব, আমরা পুরো একটা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি, কারণ সামনে বড় টুর্নামেন্ট আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমার কাছে হার-জিত দুইটাই আসলে প্রস্তুতির মধ্যে রাখাই ভালো। এখানে ইতিবাচক-নেতিবাচক দুটোই হয়েছে, যেটা সামনে কাজে লাগবে আমাদের।’

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা এবং দলীয় শক্তি-সামর্থ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম দ্বিপক্ষীয় সিরিজের সাক্ষাতে তাই প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার স্বপ্নই হয়তো দেখেছিলেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা।
তবে সিরিজ শুরুর পর উল্টো চিত্রর দেখা মিলেছে। বাংলাদেশকেই ধরাশায়ী করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দুই টি-টোয়েন্টির জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় স্বাগতিকেরা। গতকাল হিউস্টনে সিরিজের শেষ ও তৃতীয়টিতে ১০ উইকেটের জয়ে ধবলধোলাই এড়ায় বাংলাদেশ।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হতাশাজনক পারফরম্যান্সের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান করা তানজিদ হাসান তামিম। প্রতিপক্ষের কাছে নাস্তানাবুদ হওয়ার ব্যাখ্যায় বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘ম্যাচ হারের পেছনে ভ্রমণক্লান্তি বা বেশি খেলা—এমন কিছুই ছিল না। আমরা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি। অনুশীলনের সুবিধাও ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং প্রস্তুতি নিয়েছি। তবে প্রথম দুই ম্যাচে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি আমরা। আজকের (গতকাল) ম্যাচে প্রতিটি জায়গায় পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। আগের দুই ম্যাচে পরিকল্পনা কাজে না লাগানোয় হেরেছি।’
সিরিজ হারা নিয়ে তানজিদ তামিম আরও বলেন, ‘আসলে হতাশ না, সবারই মন খারাপ ছিল। প্রতিটা হারই খারাপ লাগে। দুই ম্যাচে হারার পর সবাই মিলে আলোচনা করেছি, কেন পরিকল্পনাটা কাজে লাগাতে পারছি না। সবাই মিলে শান্ত থাকার চেষ্টা করছি। আজকে এটাই চেষ্টা করেছি আমরা এসব পরিস্থিতিতে কীভাবে ঠান্ডা থেকে নিজেদের পরিকল্পনাটা কাজে লাগাতে পারি। আল্লাহর রহমতে সবাই আজকে সেটা করতে পেরেছে।’
যুক্তরাষ্ট্রের কাছে হার বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন তানজিদ তামিম। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমি বলব, আমরা পুরো একটা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি, কারণ সামনে বড় টুর্নামেন্ট আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমার কাছে হার-জিত দুইটাই আসলে প্রস্তুতির মধ্যে রাখাই ভালো। এখানে ইতিবাচক-নেতিবাচক দুটোই হয়েছে, যেটা সামনে কাজে লাগবে আমাদের।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে