Ajker Patrika

ভারতে ফিরে যাওয়ার আগে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শুনলেন সাকিব

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৯: ৪১
ভারতে ফিরে যাওয়ার আগে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শুনলেন সাকিব

শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে নিবিড় অনুশীলনের তিনটি সেশন করার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দুটি সেশন করেই এক দিন আগেই কলকাতায় ফিরে যাচ্ছেন তিনি। আর যাওয়ার আগে আজ মিরপুর ইনডোরে অনুশীলন করতে এসে দর্শকদের ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনিও শুনে গেলেন বাংলাদেশের দলনায়ক। 

সুদূর মম্বাই থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সাকিব। ফর্মে নেই, ব্যাটে রান পাচ্ছেন না। এই বাজে ফর্ম কাটাতে ফাহিমের শরণ নিতেই জরুরি ভিত্তিতে তাঁর ঢাকায় ফেরা। কিন্তু তাঁর এই ফেরার খবরটি ভারতে অবস্থানরত দলের পক্ষে থেকে জানানো হয়নি। উল্টো ঢাকা থেকে খবরটি পৌঁছে ভারতে। এ নিয়ে প্রশ্ন উঠাতেই কি না, আজ সন্ধ্যাতেই কলকাতার উদ্দেশে বিমানে চাপার কাথা ছিল তাঁর। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের পরের ম্যাচ। আগামী শনিবারের ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 

হঠাৎ সাকিবের ঢাকায় ফেরাটা আরও একটা প্রশ্নের জন্ম দিয়েছে। হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচের বাইরেও টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে আছেন শ্রীধরন শ্রীরাম। নিজের ব্যাটিংয়ের খুঁত সারাতে যদি সাকিবকে ঢাকায় ফিরতে হয়, তাহলে এত টাকা খরচ করে এত সব কোচ রাখার দরকার আছে কি! 

আর নিবিড় অনুশীলনের দুটি সেশন করেই সাকিবই-বা কতটা ছন্দে ফিরতে পারবেন! সাকিবের শৈশব কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম অবশ্য আশাবাদী। যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বললেন, ‘আমার বিশ্বাস, পরের ম্যাচগুলোয় সাকিব ভালো করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত