নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউরো চলার সময় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রেখে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে পানির বোতল দেখিয়ে পর্তুগিজ তারকা সেদিন বলেছিলেন, ‘কোলা না খেয়ে পানি খান।’ আর তাতেই ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছিল কোলা সংস্থা।
আজ রোনালদোকে নকল করতেই যেন চাইলেন জেসন রয়। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে রয় টেবিল থেকে নিচে সরিয়ে রাখতে চাইলেন কোকাকোলার বোতল। তবে ইংলিশ ওপেনার যে নিছক মজা করেছেন বোঝা গেছে তাঁর মুখের হাসি দেখে।
বাংলাদেশের বিপক্ষে ৩৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে সবে প্যাভিলিয়নে ফিরেছেন রয়। সেখান থেকেই সংবাদ সম্মেলন কক্ষে। স্বাভাবিকভাবেই ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে তাই নিয়ে আসেন দুটি পানির বোতল। সংবাদ সম্মেলন কক্ষে এসে প্রথমে সেখান থেকে একটি বোতল নিচে সরিয়ে রাখেন ইংলিশ ওপেনার। পরে মজা করে সামনে থাকা স্পনসর প্রতিষ্ঠান কোকাকোলার একটি বোতল সরাতে চাইলেন। তবে দ্রুতই নিজেকে সংযত করেন রয়। হাসতে হাসতে আগের জায়গাতেই কোলার বোতলটি রাখেন তিনি। রয়ের কাণ্ড দেখে সামনে বসা সাংবাদিকদের মুখেও উপচে পড়ে হাসির ঢেউ।
এরপর অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রয়। বাঁহাতি স্পিনারের বিপক্ষে একটু অস্বস্তি ছিল রয়ের। তবে আজ সাকিব আল হাসানকে প্রথম বলেই বাউন্ডারি মারেন রয়। সব মিলিয়ে সাকিব ও নাসুমের ১৫ বলে ২১ রান করেন রয়। বাঁহাতি স্পিনারদের বিপক্ষে সফল হওয়ার কারণ জানতে চাইলে রয় জানিয়েছেন দুর্বলতা কাটাতে নেটে লিয়ম ডসনকে নিয়ে পড়ে ছিলেন। রয় বলেছেন, ‘আমি নেটে লিয়াম ডসনের সঙ্গে অনেক কাজ করেছি। সে আমাকে বেশি বোলিং করেছে যা সত্যিই আমার খেলায় সাহায্য করেছে। আমি প্রশিক্ষণে যা করেছি তা মাঠে করার চেষ্টা করেছি।’

ইউরো চলার সময় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রেখে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে পানির বোতল দেখিয়ে পর্তুগিজ তারকা সেদিন বলেছিলেন, ‘কোলা না খেয়ে পানি খান।’ আর তাতেই ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছিল কোলা সংস্থা।
আজ রোনালদোকে নকল করতেই যেন চাইলেন জেসন রয়। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে রয় টেবিল থেকে নিচে সরিয়ে রাখতে চাইলেন কোকাকোলার বোতল। তবে ইংলিশ ওপেনার যে নিছক মজা করেছেন বোঝা গেছে তাঁর মুখের হাসি দেখে।
বাংলাদেশের বিপক্ষে ৩৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে সবে প্যাভিলিয়নে ফিরেছেন রয়। সেখান থেকেই সংবাদ সম্মেলন কক্ষে। স্বাভাবিকভাবেই ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে তাই নিয়ে আসেন দুটি পানির বোতল। সংবাদ সম্মেলন কক্ষে এসে প্রথমে সেখান থেকে একটি বোতল নিচে সরিয়ে রাখেন ইংলিশ ওপেনার। পরে মজা করে সামনে থাকা স্পনসর প্রতিষ্ঠান কোকাকোলার একটি বোতল সরাতে চাইলেন। তবে দ্রুতই নিজেকে সংযত করেন রয়। হাসতে হাসতে আগের জায়গাতেই কোলার বোতলটি রাখেন তিনি। রয়ের কাণ্ড দেখে সামনে বসা সাংবাদিকদের মুখেও উপচে পড়ে হাসির ঢেউ।
এরপর অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রয়। বাঁহাতি স্পিনারের বিপক্ষে একটু অস্বস্তি ছিল রয়ের। তবে আজ সাকিব আল হাসানকে প্রথম বলেই বাউন্ডারি মারেন রয়। সব মিলিয়ে সাকিব ও নাসুমের ১৫ বলে ২১ রান করেন রয়। বাঁহাতি স্পিনারদের বিপক্ষে সফল হওয়ার কারণ জানতে চাইলে রয় জানিয়েছেন দুর্বলতা কাটাতে নেটে লিয়ম ডসনকে নিয়ে পড়ে ছিলেন। রয় বলেছেন, ‘আমি নেটে লিয়াম ডসনের সঙ্গে অনেক কাজ করেছি। সে আমাকে বেশি বোলিং করেছে যা সত্যিই আমার খেলায় সাহায্য করেছে। আমি প্রশিক্ষণে যা করেছি তা মাঠে করার চেষ্টা করেছি।’

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে