
এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত। আগামীকাল পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত।
রাহুলের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের শেষ দিনের প্রস্তুতির সময় বেঙ্গালুরুতে এমনটা জানিয়েছেন ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘লোকেশ রাহুলের অবস্থার বেশ উন্নতি হচ্ছিল। কিন্তু পাকিস্তান এবং নেপালের বিপক্ষে ভারতের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
এমনটা হওয়ার অবশ্য সম্ভাবনা আগে থেকেই ছিল। তারপরও চোট কাটিয়ে পুরোদমে সুস্থ না হওয়া রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডে রাখেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। স্কোয়াড ঘোষণার দিন রাহুলের ফিটনেস নিয়ে কথা উঠছিল। ওই দিন উইকেটরক্ষক ব্যাটারের ফিটনেস নিয়ে স্পষ্ট কিছু জানাননি আগারকার। সেদিন তিনি না জানালেও আজ নিশ্চিত করলেন দ্রাবিড়।
আগামী ৪ সেপ্টেম্বর রাহুলের চোটের মূল্যায়ন করা হবে। ফিট থাকলে তাঁকে দলে রাখবেন কোচ দ্রাবিড়। সেদিনই যদি ভারত সুপার ফোর নিশ্চিত করে তাহলে পরের ম্যাচগুলোয় তাঁকে দেখা যেতে পারে। অন্যথা সুস্থ হলেও এবারের এশিয়া কাপ শেষ হবে তাঁর।
প্রথম দুই ম্যাচ থেকে রাহুল ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ নিশ্চিত ঈশান কিষানের। এতে করে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হবে ভারতকে। এত দিন রাহুল মিডল অর্ডারে খেলায় ওপেনিংয়ে শুবমান গিল ও রোহিত শর্মা নামত। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় রোহিতের সঙ্গে এখন কিষানের উদ্বোধনী ইনিংস শুরুর সম্ভাবনা বেশি। এতে করে গিল তিনে, বিরাট কোহলি চারে নামতে পারেন।

এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত। আগামীকাল পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত।
রাহুলের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের শেষ দিনের প্রস্তুতির সময় বেঙ্গালুরুতে এমনটা জানিয়েছেন ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘লোকেশ রাহুলের অবস্থার বেশ উন্নতি হচ্ছিল। কিন্তু পাকিস্তান এবং নেপালের বিপক্ষে ভারতের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
এমনটা হওয়ার অবশ্য সম্ভাবনা আগে থেকেই ছিল। তারপরও চোট কাটিয়ে পুরোদমে সুস্থ না হওয়া রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডে রাখেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। স্কোয়াড ঘোষণার দিন রাহুলের ফিটনেস নিয়ে কথা উঠছিল। ওই দিন উইকেটরক্ষক ব্যাটারের ফিটনেস নিয়ে স্পষ্ট কিছু জানাননি আগারকার। সেদিন তিনি না জানালেও আজ নিশ্চিত করলেন দ্রাবিড়।
আগামী ৪ সেপ্টেম্বর রাহুলের চোটের মূল্যায়ন করা হবে। ফিট থাকলে তাঁকে দলে রাখবেন কোচ দ্রাবিড়। সেদিনই যদি ভারত সুপার ফোর নিশ্চিত করে তাহলে পরের ম্যাচগুলোয় তাঁকে দেখা যেতে পারে। অন্যথা সুস্থ হলেও এবারের এশিয়া কাপ শেষ হবে তাঁর।
প্রথম দুই ম্যাচ থেকে রাহুল ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ নিশ্চিত ঈশান কিষানের। এতে করে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হবে ভারতকে। এত দিন রাহুল মিডল অর্ডারে খেলায় ওপেনিংয়ে শুবমান গিল ও রোহিত শর্মা নামত। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় রোহিতের সঙ্গে এখন কিষানের উদ্বোধনী ইনিংস শুরুর সম্ভাবনা বেশি। এতে করে গিল তিনে, বিরাট কোহলি চারে নামতে পারেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে