নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। লড়াই করে নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছে দাপুটের সঙ্গে। ২০ বছরে আগের তিন সফরে প্রোটিয়াদের হারাতে না পারলেও এবার তামিমের নেতৃত্বে সেই গেরো কেটেছে বাংলাদেশের। জয়ের সঙ্গে সিরিজের ট্রফিটাও পেল বাংলাদেশ।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাটিং করে ১৩ ওভার বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। রান তাড়ায় ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দারুণ ব্যাট করা তামিম অপরাজিত ছিলেন ৮৭ রানে।
ছোট লক্ষ্য পেয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ইনিংসের শুরু থেকে প্রোটিয়া বোলারদের ওপর ঝড় তোলেন তাঁরা। একপ্রান্তে তামিম যখন রান এগিয়ে নিচ্ছিলেন, অন্যপ্রান্তে উইকেট আগলে ব্যাটিং করেছেন লিটন। ৫২ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তামিম।
এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন অধিনায়ক তামিম। তাকে দারুণ সঙ্গ দেন লিটন। দলীয় সংগ্রহ ১০০ পেরোনোর পর দু’প্রান্তে দ্রুত রান তোলেন এই জুটি। ১২৭ রানের এই জুটি ভাঙেন কেশভ মহারাজ। ৫৭ বলে ৮ চারে ৪৮ রান করে ফেরেন লিটন। তিনে আসা সাকিব আল হাসানকে নিয়ে বাকি কাজ সারেন তামিম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে পরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন। এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেঁটে দেন।

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। লড়াই করে নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছে দাপুটের সঙ্গে। ২০ বছরে আগের তিন সফরে প্রোটিয়াদের হারাতে না পারলেও এবার তামিমের নেতৃত্বে সেই গেরো কেটেছে বাংলাদেশের। জয়ের সঙ্গে সিরিজের ট্রফিটাও পেল বাংলাদেশ।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগে ব্যাটিং করে ১৩ ওভার বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। রান তাড়ায় ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দারুণ ব্যাট করা তামিম অপরাজিত ছিলেন ৮৭ রানে।
ছোট লক্ষ্য পেয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ইনিংসের শুরু থেকে প্রোটিয়া বোলারদের ওপর ঝড় তোলেন তাঁরা। একপ্রান্তে তামিম যখন রান এগিয়ে নিচ্ছিলেন, অন্যপ্রান্তে উইকেট আগলে ব্যাটিং করেছেন লিটন। ৫২ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তামিম।
এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন অধিনায়ক তামিম। তাকে দারুণ সঙ্গ দেন লিটন। দলীয় সংগ্রহ ১০০ পেরোনোর পর দু’প্রান্তে দ্রুত রান তোলেন এই জুটি। ১২৭ রানের এই জুটি ভাঙেন কেশভ মহারাজ। ৫৭ বলে ৮ চারে ৪৮ রান করে ফেরেন লিটন। তিনে আসা সাকিব আল হাসানকে নিয়ে বাকি কাজ সারেন তামিম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে পরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন। এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেঁটে দেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে