ক্রীড়া ডেস্ক

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ধুঁকছে বাংলাদেশ। দল যেমনই করুক, তাইজুল ইসলাম তাঁর বাঁহাতের স্পিন ভেলকিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। রেকর্ড গড়তে থাকা তাইজুলের লক্ষ্য সাকিব আল হাসানকে ছাড়িয়ে বহুদূর যাওয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাইজুল ১৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বিদেশের মাঠে টেস্টে সাকিব, তাইজুল—দুই বাঁহাতি স্পিনারই পাঁচ বার করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এই তালিকায় সাকিবকে ছাড়াতে দেশের বাইরে টেস্টে আরেক ইনিংসে ৫ উইকেট নিলেই হবে তাইজুলের। আজ তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। সাকিবকে ছাড়িয়ে কতদূর যেতে চান—এমন প্রশ্নের উত্তরে তাইজুল বলেন, ‘আমার লক্ষ্য একটাই, আমি যত দিন বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলব, যেন বাংলাদেশকে প্রতিনিধত্ব করতে পারি। ভালো কিছু ফল যেন এনে দিতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
টেস্টে উইকেট নেওয়ার ক্ষেত্রে সাকিবের সঙ্গে তাইজুলের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪৬ উইকেট সাকিবের। দুইয়ে থাকা তাইজুল নিয়েছেন ২৩৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইনিংসে ৫ উইকেট সাকিব ও তাইজুল নিয়েছেন ১৯ ও ১৭ বার। সাকিবের রেকর্ড ভাঙার প্রসঙ্গ এলে তাইজুল বলেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের এটা একটা পেশা। সাকিব ভাইকে ছাড়িয়ে যেতেও পারি, আবার নাও পারি। সাকিব ভাই অবশ্যই বড় ক্রিকেটার। যখন আপনি কিংবদন্তিদের ছাড়িয়ে যাবেন, নিজের মনের মধ্যেও ভালো লাগা কাজ করবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে তাইজুল ও নাঈম। যেখানে তাইজুল গলে প্রথম ইনিংসে ১৫৬ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। নিজের বাকি ৮ উইকেট নিতে বাংলাদেশের বাঁহাতি স্পিনার খরচ করেছেন ১৫৪ রান। কী এমন জাদু দেখাচ্ছেন, সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে তাইজুল বলেন, ‘যেখান থেকে শুরু করেছিলাম, সেভাবেই করেছি। কিছু ভেরিয়েশন থাকে হয়তোবা। কোন উইকেটে কোন সিম পজিশনে বল করলে কেমন আচরণ হতে পারে, শুধু সেই জিনিসটাই ধারাবাহিকভাবে করেছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ৫ উইকেট নেওয়ার পথে তাইজুল আরও এক মাইলফলক ছুঁয়েছেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের কীর্তি গড়েছেন। ২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসির এই টেস্ট ইভেন্টে ২৫ ম্যাচে তাইজুলের উইকেট ১০৪। এ তালিকায় দুইয়ে থাকা মেহেদী হাসান মিরাজ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিয়েছেন ৮৭ উইকেট।

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ধুঁকছে বাংলাদেশ। দল যেমনই করুক, তাইজুল ইসলাম তাঁর বাঁহাতের স্পিন ভেলকিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। রেকর্ড গড়তে থাকা তাইজুলের লক্ষ্য সাকিব আল হাসানকে ছাড়িয়ে বহুদূর যাওয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাইজুল ১৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বিদেশের মাঠে টেস্টে সাকিব, তাইজুল—দুই বাঁহাতি স্পিনারই পাঁচ বার করে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এই তালিকায় সাকিবকে ছাড়াতে দেশের বাইরে টেস্টে আরেক ইনিংসে ৫ উইকেট নিলেই হবে তাইজুলের। আজ তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। সাকিবকে ছাড়িয়ে কতদূর যেতে চান—এমন প্রশ্নের উত্তরে তাইজুল বলেন, ‘আমার লক্ষ্য একটাই, আমি যত দিন বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলব, যেন বাংলাদেশকে প্রতিনিধত্ব করতে পারি। ভালো কিছু ফল যেন এনে দিতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
টেস্টে উইকেট নেওয়ার ক্ষেত্রে সাকিবের সঙ্গে তাইজুলের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৪৬ উইকেট সাকিবের। দুইয়ে থাকা তাইজুল নিয়েছেন ২৩৭ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ইনিংসে ৫ উইকেট সাকিব ও তাইজুল নিয়েছেন ১৯ ও ১৭ বার। সাকিবের রেকর্ড ভাঙার প্রসঙ্গ এলে তাইজুল বলেন, ‘আমরা পেশাদার ক্রিকেটার। আমাদের এটা একটা পেশা। সাকিব ভাইকে ছাড়িয়ে যেতেও পারি, আবার নাও পারি। সাকিব ভাই অবশ্যই বড় ক্রিকেটার। যখন আপনি কিংবদন্তিদের ছাড়িয়ে যাবেন, নিজের মনের মধ্যেও ভালো লাগা কাজ করবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে তাইজুল ও নাঈম। যেখানে তাইজুল গলে প্রথম ইনিংসে ১৫৬ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। নিজের বাকি ৮ উইকেট নিতে বাংলাদেশের বাঁহাতি স্পিনার খরচ করেছেন ১৫৪ রান। কী এমন জাদু দেখাচ্ছেন, সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে তাইজুল বলেন, ‘যেখান থেকে শুরু করেছিলাম, সেভাবেই করেছি। কিছু ভেরিয়েশন থাকে হয়তোবা। কোন উইকেটে কোন সিম পজিশনে বল করলে কেমন আচরণ হতে পারে, শুধু সেই জিনিসটাই ধারাবাহিকভাবে করেছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ৫ উইকেট নেওয়ার পথে তাইজুল আরও এক মাইলফলক ছুঁয়েছেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের কীর্তি গড়েছেন। ২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসির এই টেস্ট ইভেন্টে ২৫ ম্যাচে তাইজুলের উইকেট ১০৪। এ তালিকায় দুইয়ে থাকা মেহেদী হাসান মিরাজ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিয়েছেন ৮৭ উইকেট।

ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
৭ মিনিট আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে