
স্বপ্ন পূরণে মানুষ কত কিছুই না করে। ভারতের উত্তর প্রদেশের ১৫ বছরের এক কিশোর যেমন প্রায় এক দশক আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিলেন। ঘর ছাড়ার সময় নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন প্রতিষ্ঠিত ক্রিকেটার না হয়ে ঘরে ফিরবেন না তিনি। গল্পটা কুমার কার্তিকেয় সিং নামের এক স্বপ্নবাজ তরুণের।
প্রায় দশ বছর আগে কিশোর বয়সে ঘর ছাড়া কার্তিকেয় গত আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। মোহাম্মদ আরশাদ খানের জায়গায় বাঁহাতি স্পিনার কার্তিকেয়কে চুক্তিবদ্ধ করেছিল মুম্বাই । স্বপ্ন যেহেতু ছুঁয়েই ফেলেছেন এবার তবে বাড়ি ফেরা যেতে পারে। ১৫ বছরের সেই কিশোর কার্তিকেয় ২৪ বছরের তরুণ হয়ে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
২০২২ আইপিএল মাতানো কার্তিকেয় অবশেষে বাড়ি ফিরেছেন। ৯ বছর ৩ মাস পর দেখেছেন মায়ের মুখ। বাড়ি ফিরে মায়ের সঙ্গে ছবি তুলে টুইট করেছেন কার্তিকেয়। লিখেছেন, ‘৯ বছর ৩ মাস পর আমার পরিবার এবং মায়ের সঙ্গে দেখা হলো। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’
বাঁ-হাতি স্পিনার কার্তিকেয় সিংয়ের জীবনের গল্পটা সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। বাবা উত্তর প্রদেশ পুলিশে কনস্টেবল ছিলেন। পরিবারের আয়ের উৎস এটাই। নিজের ক্রিকেট খেলা চালিয়ে যেতে কার্তিকেয়কে তাই শ্রমিক হিসেবেও কাজ করতে হয়েছিল। তবু স্বপ্নের পেছনে ছুটে চলা অব্যাহত রেখেছিলেন।
একসময় তো ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। সাক্ষাৎকারে একবার বলেছিলেন, তিনি যখন দিল্লি যাচ্ছিলেন, তখন তিনি তাঁর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্রিকেটার না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না। অবশেষে স্বপ্ন পূরণ করেই বাড়ি ফিরলেন কার্তিকেয়।

স্বপ্ন পূরণে মানুষ কত কিছুই না করে। ভারতের উত্তর প্রদেশের ১৫ বছরের এক কিশোর যেমন প্রায় এক দশক আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিলেন। ঘর ছাড়ার সময় নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন প্রতিষ্ঠিত ক্রিকেটার না হয়ে ঘরে ফিরবেন না তিনি। গল্পটা কুমার কার্তিকেয় সিং নামের এক স্বপ্নবাজ তরুণের।
প্রায় দশ বছর আগে কিশোর বয়সে ঘর ছাড়া কার্তিকেয় গত আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। মোহাম্মদ আরশাদ খানের জায়গায় বাঁহাতি স্পিনার কার্তিকেয়কে চুক্তিবদ্ধ করেছিল মুম্বাই । স্বপ্ন যেহেতু ছুঁয়েই ফেলেছেন এবার তবে বাড়ি ফেরা যেতে পারে। ১৫ বছরের সেই কিশোর কার্তিকেয় ২৪ বছরের তরুণ হয়ে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
২০২২ আইপিএল মাতানো কার্তিকেয় অবশেষে বাড়ি ফিরেছেন। ৯ বছর ৩ মাস পর দেখেছেন মায়ের মুখ। বাড়ি ফিরে মায়ের সঙ্গে ছবি তুলে টুইট করেছেন কার্তিকেয়। লিখেছেন, ‘৯ বছর ৩ মাস পর আমার পরিবার এবং মায়ের সঙ্গে দেখা হলো। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’
বাঁ-হাতি স্পিনার কার্তিকেয় সিংয়ের জীবনের গল্পটা সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। বাবা উত্তর প্রদেশ পুলিশে কনস্টেবল ছিলেন। পরিবারের আয়ের উৎস এটাই। নিজের ক্রিকেট খেলা চালিয়ে যেতে কার্তিকেয়কে তাই শ্রমিক হিসেবেও কাজ করতে হয়েছিল। তবু স্বপ্নের পেছনে ছুটে চলা অব্যাহত রেখেছিলেন।
একসময় তো ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। সাক্ষাৎকারে একবার বলেছিলেন, তিনি যখন দিল্লি যাচ্ছিলেন, তখন তিনি তাঁর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্রিকেটার না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না। অবশেষে স্বপ্ন পূরণ করেই বাড়ি ফিরলেন কার্তিকেয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২৬ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে