ক্রীড়া ডেস্ক

তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে। পোস্ট করা একটি রিলসে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে আপনার উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাব।’ ক্যারিবীয় ক্রিকেটার সেই রিলসে বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কর্নওয়াল খেলেছেন তিন ম্যাচ। ৭.৩৩ গড় ও ১২২.২২ স্ট্রাইকরেটে করেছেন ২২ রান। এক ম্যাচে ডাকও মেরেছেন। সেই তুলনায় বোলিংটা ভালো করেছেন তিনি। ৭.১০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছিলেন ২৭ রান। সেই ম্যাচে ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট।
সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.২৫৪। সমান ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে চার নম্বরে। মেহেদী হাসান মিরাজের দলের নেট রানরেট +০.১৩০। সাত দলের মধ্যে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ২। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। রংপুর, ঢাকা দুটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে। ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে আগামীকাল বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।
আরও পড়ুন:

তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে। পোস্ট করা একটি রিলসে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে আপনার উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাব।’ ক্যারিবীয় ক্রিকেটার সেই রিলসে বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কর্নওয়াল খেলেছেন তিন ম্যাচ। ৭.৩৩ গড় ও ১২২.২২ স্ট্রাইকরেটে করেছেন ২২ রান। এক ম্যাচে ডাকও মেরেছেন। সেই তুলনায় বোলিংটা ভালো করেছেন তিনি। ৭.১০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছিলেন ২৭ রান। সেই ম্যাচে ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট।
সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.২৫৪। সমান ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে চার নম্বরে। মেহেদী হাসান মিরাজের দলের নেট রানরেট +০.১৩০। সাত দলের মধ্যে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ২। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। রংপুর, ঢাকা দুটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে। ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে আগামীকাল বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।
আরও পড়ুন:

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৪ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে