Ajker Patrika

‘ভয়ংকর তুফান’ তুলতে আসা ক্রিকেটারের বিপিএলই শেষ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৮
‘ভয়ংকর তুফান’ তুলতে আসা ক্রিকেটারের বিপিএলই শেষ
বিপিএল থেকে ছিটকে গেলেন রাকিম কর্নওয়াল। ছবি: আজকের পত্রিকা

তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে। পোস্ট করা একটি রিলসে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে আপনার উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাব।’ ক্যারিবীয় ক্রিকেটার সেই রিলসে বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কর্নওয়াল খেলেছেন তিন ম্যাচ। ৭.৩৩ গড় ও ১২২.২২ স্ট্রাইকরেটে করেছেন ২২ রান। এক ম্যাচে ডাকও মেরেছেন। সেই তুলনায় বোলিংটা ভালো করেছেন তিনি। ৭.১০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছিলেন ২৭ রান। সেই ম্যাচে ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট।

সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.২৫৪। সমান ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে চার নম্বরে। মেহেদী হাসান মিরাজের দলের নেট রানরেট ‍+০.১৩০। সাত দলের মধ্যে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ২। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। রংপুর, ঢাকা দুটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে। ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে আগামীকাল বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।

আরও পড়ুন:

‘ভয়ংকর তুফান’ তুলতে বিপিএলে এসেছেন ক্যারিবীয় ক্রিকেটার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত