ক্রীড়া ডেস্ক

তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে। পোস্ট করা একটি রিলসে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে আপনার উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাব।’ ক্যারিবীয় ক্রিকেটার সেই রিলসে বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কর্নওয়াল খেলেছেন তিন ম্যাচ। ৭.৩৩ গড় ও ১২২.২২ স্ট্রাইকরেটে করেছেন ২২ রান। এক ম্যাচে ডাকও মেরেছেন। সেই তুলনায় বোলিংটা ভালো করেছেন তিনি। ৭.১০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছিলেন ২৭ রান। সেই ম্যাচে ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট।
সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.২৫৪। সমান ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে চার নম্বরে। মেহেদী হাসান মিরাজের দলের নেট রানরেট +০.১৩০। সাত দলের মধ্যে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ২। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। রংপুর, ঢাকা দুটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে। ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে আগামীকাল বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।
আরও পড়ুন:

তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে। পোস্ট করা একটি রিলসে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে আপনার উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাব।’ ক্যারিবীয় ক্রিকেটার সেই রিলসে বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কর্নওয়াল খেলেছেন তিন ম্যাচ। ৭.৩৩ গড় ও ১২২.২২ স্ট্রাইকরেটে করেছেন ২২ রান। এক ম্যাচে ডাকও মেরেছেন। সেই তুলনায় বোলিংটা ভালো করেছেন তিনি। ৭.১০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছিলেন ২৭ রান। সেই ম্যাচে ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট।
সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.২৫৪। সমান ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে চার নম্বরে। মেহেদী হাসান মিরাজের দলের নেট রানরেট +০.১৩০। সাত দলের মধ্যে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ২। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। রংপুর, ঢাকা দুটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে। ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে আগামীকাল বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।
আরও পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৭ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৭ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৮ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৯ ঘণ্টা আগে