
শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার সেটা নিশ্চিত করেছেন।
কটকের বরাবাতি স্টেডিয়ামে গত রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে ইংলিশরা। ভারতের কাছে হারের পর বেথেলকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি অনেকটাই নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে। সত্যি এটা তার জন্য হতাশাজনক। আসলেই যে অন্যান্য দিনে ভালো খেলেছে এবং তারকা ক্রিকেটারদের অন্যতম একজন হয়েছে সে। এটা খুবই মন খারাপের মতো ব্যাপার যে চোটের কারণে তাকে বাদ পড়তে হচ্ছে।’
বাঁ পাশের হ্যামস্ট্রিং চোটের কারণেই মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না বেথেলের। নাগপুরে ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। চোট পেয়েছেন এই ম্যাচেই। তবে গতকাল কটকে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে বেথেলের কাভার হিসেবে এসেছেন টম ব্যান্টন। আজ ব্যান্টনের ভারতে আসার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পাচ্ছে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি লাহোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে ইংলিশদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে হবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। করাচিতে ১ মার্চ প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।
আরও পড়ুন:

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার সেটা নিশ্চিত করেছেন।
কটকের বরাবাতি স্টেডিয়ামে গত রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে ইংলিশরা। ভারতের কাছে হারের পর বেথেলকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি অনেকটাই নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে। সত্যি এটা তার জন্য হতাশাজনক। আসলেই যে অন্যান্য দিনে ভালো খেলেছে এবং তারকা ক্রিকেটারদের অন্যতম একজন হয়েছে সে। এটা খুবই মন খারাপের মতো ব্যাপার যে চোটের কারণে তাকে বাদ পড়তে হচ্ছে।’
বাঁ পাশের হ্যামস্ট্রিং চোটের কারণেই মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না বেথেলের। নাগপুরে ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। চোট পেয়েছেন এই ম্যাচেই। তবে গতকাল কটকে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে বেথেলের কাভার হিসেবে এসেছেন টম ব্যান্টন। আজ ব্যান্টনের ভারতে আসার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পাচ্ছে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি লাহোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে ইংলিশদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে হবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। করাচিতে ১ মার্চ প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৭ ঘণ্টা আগে