আজকের পত্রিকা ডেস্ক

মাঠে যেমনই হোন না কেন, মুখে তাসকিন আহমেদের সেই স্নিগ্ধ হাসিটা দেখা যায় সব সময়। সংবাদ সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন হাসিমুখে। তবে সদা হাস্যোজ্জ্বল এই ক্রিকেটারের গত রাতের একটি কথা শুনে চমকে যাওয়ারই কথা।
আনুষ্ঠানিকভাবে তাসকিন গতকাল দুর্বার রাজশাহীর অধিনায়ক হয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছেন স্বয়ং তাসকিনই। সেখানে হঠাৎ তিনি উল্লেখ করলেন গলায় দড়ি-প্রসঙ্গ! ফ্র্যাঞ্চাইজি লিগের কথা আসতেই এমনটা বলেছেন বাংলাদেশের এই পেসার। কারণ, আইপিএলে এর আগে তিনবার ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বিসিবি থেকে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। ২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে থাকলেও তাঁকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় কথা হলো, যদি ভালোমতো নিজের দেশের সেবা করতে পারি, যদি ভালো করতে পারি, যেখানেই খেলি, অনেক সুযোগ আসবে। এর আগে তো আইপিএলে তিনবার সুযোগ পেয়েও যাওয়া হয়নি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরার কথা!’ তিনি হয়তো আক্ষরিক অর্থে বলেননি। তবে এ কথায় তাঁর হতাশা স্পষ্ট।
১৩ জানুয়ারি পিএসএল ড্রাফট থেকে নাহিদ রানাকে নেয় পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। তিন বাংলাদেশি দল পেলেও তাসকিনের সুযোগ মেলেনি। অথচ বাংলাদেশের এই ক্রিকেটারের পিএসএল নিয়ে আশাবাদী হওয়ার কারণ দুর্বার রাজশাহীর পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলে কথা। টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার নেওয়ার ঘটনা ঘটে অহরহ। তাসকিন আছেন সেই আশাতেই, ‘আসলে ড্রাফটে যেহেতু দল পাইনি, দরকার পড়লে বদলি হিসেবে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই। আমার সঙ্গে কারও ব্যক্তিগত আলাপ হয়নি।’
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতা হিসেবে তাসকিন আগেই পরিচিতি পেয়েছেন। এবারের বিপিএলে সেটা টেনে নিয়ে এসেছেন। ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ৬.৬০ ইকোনমি প্রমাণ করে বোলিংয়ে কতটা কিপ্টে তিনি। তাসকিনের পর দুর্বার রাজশাহীর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি করে উইকেট পেয়েছেন জিসান আলম ও মোহর শেখ। বোঝাই যাচ্ছে রাজশাহীর বোলিং আক্রমণে কীভাবে তাসকিন নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন:

মাঠে যেমনই হোন না কেন, মুখে তাসকিন আহমেদের সেই স্নিগ্ধ হাসিটা দেখা যায় সব সময়। সংবাদ সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন হাসিমুখে। তবে সদা হাস্যোজ্জ্বল এই ক্রিকেটারের গত রাতের একটি কথা শুনে চমকে যাওয়ারই কথা।
আনুষ্ঠানিকভাবে তাসকিন গতকাল দুর্বার রাজশাহীর অধিনায়ক হয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছেন স্বয়ং তাসকিনই। সেখানে হঠাৎ তিনি উল্লেখ করলেন গলায় দড়ি-প্রসঙ্গ! ফ্র্যাঞ্চাইজি লিগের কথা আসতেই এমনটা বলেছেন বাংলাদেশের এই পেসার। কারণ, আইপিএলে এর আগে তিনবার ডাক পেলেও খেলার সুযোগ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বিসিবি থেকে মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। ২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে থাকলেও তাঁকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এই প্রসঙ্গে তাসকিন বলেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় কথা হলো, যদি ভালোমতো নিজের দেশের সেবা করতে পারি, যদি ভালো করতে পারি, যেখানেই খেলি, অনেক সুযোগ আসবে। এর আগে তো আইপিএলে তিনবার সুযোগ পেয়েও যাওয়া হয়নি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরার কথা!’ তিনি হয়তো আক্ষরিক অর্থে বলেননি। তবে এ কথায় তাঁর হতাশা স্পষ্ট।
১৩ জানুয়ারি পিএসএল ড্রাফট থেকে নাহিদ রানাকে নেয় পেশোয়ার জালমি। লাহোর কালান্দার্সে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। তিন বাংলাদেশি দল পেলেও তাসকিনের সুযোগ মেলেনি। অথচ বাংলাদেশের এই ক্রিকেটারের পিএসএল নিয়ে আশাবাদী হওয়ার কারণ দুর্বার রাজশাহীর পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলে কথা। টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার নেওয়ার ঘটনা ঘটে অহরহ। তাসকিন আছেন সেই আশাতেই, ‘আসলে ড্রাফটে যেহেতু দল পাইনি, দরকার পড়লে বদলি হিসেবে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই। আমার সঙ্গে কারও ব্যক্তিগত আলাপ হয়নি।’
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতা হিসেবে তাসকিন আগেই পরিচিতি পেয়েছেন। এবারের বিপিএলে সেটা টেনে নিয়ে এসেছেন। ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ৬.৬০ ইকোনমি প্রমাণ করে বোলিংয়ে কতটা কিপ্টে তিনি। তাসকিনের পর দুর্বার রাজশাহীর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি করে উইকেট পেয়েছেন জিসান আলম ও মোহর শেখ। বোঝাই যাচ্ছে রাজশাহীর বোলিং আক্রমণে কীভাবে তাসকিন নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে