Ajker Patrika

বাবাকে দেখে গোঁফ রেখেছেন তাসকিন, ছেলেকে ৭ উইকেট উৎসর্গ

আজকের পত্রিকা ডেস্ক­
বাবাকে দেখে গোঁফ রেখেছেন তাসকিন, ছেলেকে ৭ উইকেট উৎসর্গ
দুর্বার রাজশাহীর বোলিং লাইনআপকে একাই টানছেন তাসকিন আহমেদ। এবার তো তিনি রাজশাহীর অধিনায়ক। ছবি: দুর্বার রাজশাহী

দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন তাসকিন আহমেদ। আজ বিপিএলে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে গড়া রেকর্ড উৎসর্গ করেছেন ছেলে তাশফিনকে।

মিরপুরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘যদি ভালো উইকেট পাই, আমার ছেলে এবং বাবা খুশি হয়। নিঃসন্দেহে ওদের সমর্থন আমার বড় অনুপ্রেরণা। যেদিন আমি ভালো বোলিং করতে পারি না, তখন তাশফিন মন খারাপ করে। আজকে নিশ্চিত, সে অনেক খুশি। এটা তাশফিনের জন্যই।’

তাসকিনের মুখে শোভা পাচ্ছে বেশ পুরো গোঁফ! দেখলে অজি পেসার মনে হয়—সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় শুনে হাসলেন রাজশাহীর পেসার। সাম্প্রতিক হেয়ার স্টাইলটা আশি-নব্বই দশকের, ঘাড় পর্যন্ত লম্বা চুল। চুল-গোঁফে নতুন যে ‘লুক’টা দেখা যাচ্ছে, এটির পেছনের গল্প তিনি সংবাদ সম্মেলনে শুনিয়েছেন এভাবে, ‘বাবার ছোটবেলার একটা ছবি দেখলাম মোচ-টোচ রাখা, ভাবলাম আমিও রেখে দেখি কিছুদিন।’

৭ উইকেট যে তিনি পাবেন, এটা নাকি ভাবনাতেও ছিল তাসকিনের! সেটির পেছনেও একটা মজার গল্প আছে। শুনুন তাসকিনের কাছ থেকেই, ‘আজ একটা মজার ঘটনা ঘটেছিল। আমাদের টিম বয় ভাই বলল, ‘‘ভাইয়া, তুমি আজ ৪ উইকেট নাও।’’ আমি হেসে বললাম, চাইলে বেশি চাও, ৮ উইকেটও হতে পারত! কিন্তু ৭ উইকেট পেয়েছি, এটাই অনেক আনন্দের।’

বাবা রশিদ মনুকে অনুসরণ করে তাসকিন রেখেছেন গোঁফ। ছবি: তাসকিনের ফেসবুক পেজ থেকে
বাবা রশিদ মনুকে অনুসরণ করে তাসকিন রেখেছেন গোঁফ। ছবি: তাসকিনের ফেসবুক পেজ থেকে

এমন দুর্দান্ত বোলিংয়ের দিনেও দলের খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে উত্তর দিতে হলো তাসকিনকে, ‘আমাদের কাছ থেকে সময় নিয়েছে পেমেন্ট দেওয়ার (ফ্র্যাঞ্চাইজি। আশা করি দিয়ে দেবে। ক্রিকেটার হিসেবে বিশ্বাস তো রাখতে হচ্ছে (তাদের ওপর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত