
উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছিল নেদারল্যান্ডস। এ বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তাদের হাতে। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে তেজা নিদামানুরু বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশাও ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছিলেন, লঙ্কানদের বিপক্ষে জিতলে সেটিকে অঘটন বলতে চান না তিনি।
তবে লক্ষ্নৌতে চমক দেখানো কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস। দেখাতে পারেনি কমলা-নাচন। ডাচদের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখল শ্রীলঙ্কা। ১০ বল হাতে রেখে ডাচদের ৫ উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলেন কুশল মেন্ডিসরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামনে লড়াকু স্কোরই পেয়েছিল নেদারল্যান্ডস। মিডল-অর্ডারের দৃঢ়তায় পায় ২৬২ রানের সংগ্রহ। অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি ডাচরা। গুটিয়ে যায় ৪৯.৪ ওভারে। ডাচরা প্রথম উইকেট বিক্রমজিৎ সিংকে হারায় দলীয় ৭ রানে। সেখান দিলশান মধুশঙ্ক ও কাসুন রাজিতার তোপে ৯১ রান করতেই নেই ৬ উইকেট।
এরপরই সপ্তম উইকেটে সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও লোগান ফন ভিকের ১৪৩ বলে ১৩০ রানের জুটি। মধুশঙ্কের বলে বোল্ড হওয়ার আগে এঙ্গেলব্রেশট করেন ৭০ রান। দলীয় ২৫২ রানে রাজিতার বলে ফেরেন ফেরেন ফন ভিকও। ৫৯ রান করেন তিনি। মধুশঙ্ক ও রাজিতা দুজনেই নিয়েছেন সমান ৪ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার কুশল পেরেরা (৪) ফিরলেও শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা (৫৪)। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৫২ রানের জুটি গড়েন তিনি। তার আগে বিদায় নেন অধিনায়ক মেন্ডিস (১১)।
দুশান হেমন্তকে (৪) নিয়ে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেন সামারাবিক্রমা। ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। লঙ্কানদের জয় এনে দেওয়ার পথে চারিত আসালাঙ্কার (৪৪) সঙ্গে ৭৭ ও ধনাঞ্জয়া ডি সিলভার (৩০) সঙ্গে করেন ৭৬ রানের জুটি। ৩ উইকেট নিলেও লঙ্কানদের মনে ভয় ধরাতে পারেননি আরিয়ান দত্ত।

উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছিল নেদারল্যান্ডস। এ বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তাদের হাতে। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে তেজা নিদামানুরু বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশাও ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছিলেন, লঙ্কানদের বিপক্ষে জিতলে সেটিকে অঘটন বলতে চান না তিনি।
তবে লক্ষ্নৌতে চমক দেখানো কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস। দেখাতে পারেনি কমলা-নাচন। ডাচদের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখল শ্রীলঙ্কা। ১০ বল হাতে রেখে ডাচদের ৫ উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলেন কুশল মেন্ডিসরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামনে লড়াকু স্কোরই পেয়েছিল নেদারল্যান্ডস। মিডল-অর্ডারের দৃঢ়তায় পায় ২৬২ রানের সংগ্রহ। অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি ডাচরা। গুটিয়ে যায় ৪৯.৪ ওভারে। ডাচরা প্রথম উইকেট বিক্রমজিৎ সিংকে হারায় দলীয় ৭ রানে। সেখান দিলশান মধুশঙ্ক ও কাসুন রাজিতার তোপে ৯১ রান করতেই নেই ৬ উইকেট।
এরপরই সপ্তম উইকেটে সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও লোগান ফন ভিকের ১৪৩ বলে ১৩০ রানের জুটি। মধুশঙ্কের বলে বোল্ড হওয়ার আগে এঙ্গেলব্রেশট করেন ৭০ রান। দলীয় ২৫২ রানে রাজিতার বলে ফেরেন ফেরেন ফন ভিকও। ৫৯ রান করেন তিনি। মধুশঙ্ক ও রাজিতা দুজনেই নিয়েছেন সমান ৪ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার কুশল পেরেরা (৪) ফিরলেও শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা (৫৪)। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৫২ রানের জুটি গড়েন তিনি। তার আগে বিদায় নেন অধিনায়ক মেন্ডিস (১১)।
দুশান হেমন্তকে (৪) নিয়ে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেন সামারাবিক্রমা। ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। লঙ্কানদের জয় এনে দেওয়ার পথে চারিত আসালাঙ্কার (৪৪) সঙ্গে ৭৭ ও ধনাঞ্জয়া ডি সিলভার (৩০) সঙ্গে করেন ৭৬ রানের জুটি। ৩ উইকেট নিলেও লঙ্কানদের মনে ভয় ধরাতে পারেননি আরিয়ান দত্ত।

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৪৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে