
উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছিল নেদারল্যান্ডস। এ বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তাদের হাতে। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে তেজা নিদামানুরু বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশাও ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছিলেন, লঙ্কানদের বিপক্ষে জিতলে সেটিকে অঘটন বলতে চান না তিনি।
তবে লক্ষ্নৌতে চমক দেখানো কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস। দেখাতে পারেনি কমলা-নাচন। ডাচদের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখল শ্রীলঙ্কা। ১০ বল হাতে রেখে ডাচদের ৫ উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলেন কুশল মেন্ডিসরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামনে লড়াকু স্কোরই পেয়েছিল নেদারল্যান্ডস। মিডল-অর্ডারের দৃঢ়তায় পায় ২৬২ রানের সংগ্রহ। অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি ডাচরা। গুটিয়ে যায় ৪৯.৪ ওভারে। ডাচরা প্রথম উইকেট বিক্রমজিৎ সিংকে হারায় দলীয় ৭ রানে। সেখান দিলশান মধুশঙ্ক ও কাসুন রাজিতার তোপে ৯১ রান করতেই নেই ৬ উইকেট।
এরপরই সপ্তম উইকেটে সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও লোগান ফন ভিকের ১৪৩ বলে ১৩০ রানের জুটি। মধুশঙ্কের বলে বোল্ড হওয়ার আগে এঙ্গেলব্রেশট করেন ৭০ রান। দলীয় ২৫২ রানে রাজিতার বলে ফেরেন ফেরেন ফন ভিকও। ৫৯ রান করেন তিনি। মধুশঙ্ক ও রাজিতা দুজনেই নিয়েছেন সমান ৪ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার কুশল পেরেরা (৪) ফিরলেও শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা (৫৪)। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৫২ রানের জুটি গড়েন তিনি। তার আগে বিদায় নেন অধিনায়ক মেন্ডিস (১১)।
দুশান হেমন্তকে (৪) নিয়ে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেন সামারাবিক্রমা। ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। লঙ্কানদের জয় এনে দেওয়ার পথে চারিত আসালাঙ্কার (৪৪) সঙ্গে ৭৭ ও ধনাঞ্জয়া ডি সিলভার (৩০) সঙ্গে করেন ৭৬ রানের জুটি। ৩ উইকেট নিলেও লঙ্কানদের মনে ভয় ধরাতে পারেননি আরিয়ান দত্ত।

উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছিল নেদারল্যান্ডস। এ বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তাদের হাতে। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে গতকাল সংবাদ সম্মেলনে এসে তেজা নিদামানুরু বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশাও ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছিলেন, লঙ্কানদের বিপক্ষে জিতলে সেটিকে অঘটন বলতে চান না তিনি।
তবে লক্ষ্নৌতে চমক দেখানো কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস। দেখাতে পারেনি কমলা-নাচন। ডাচদের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখল শ্রীলঙ্কা। ১০ বল হাতে রেখে ডাচদের ৫ উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলেন কুশল মেন্ডিসরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামনে লড়াকু স্কোরই পেয়েছিল নেদারল্যান্ডস। মিডল-অর্ডারের দৃঢ়তায় পায় ২৬২ রানের সংগ্রহ। অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি ডাচরা। গুটিয়ে যায় ৪৯.৪ ওভারে। ডাচরা প্রথম উইকেট বিক্রমজিৎ সিংকে হারায় দলীয় ৭ রানে। সেখান দিলশান মধুশঙ্ক ও কাসুন রাজিতার তোপে ৯১ রান করতেই নেই ৬ উইকেট।
এরপরই সপ্তম উইকেটে সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও লোগান ফন ভিকের ১৪৩ বলে ১৩০ রানের জুটি। মধুশঙ্কের বলে বোল্ড হওয়ার আগে এঙ্গেলব্রেশট করেন ৭০ রান। দলীয় ২৫২ রানে রাজিতার বলে ফেরেন ফেরেন ফন ভিকও। ৫৯ রান করেন তিনি। মধুশঙ্ক ও রাজিতা দুজনেই নিয়েছেন সমান ৪ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার কুশল পেরেরা (৪) ফিরলেও শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা (৫৪)। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৫২ রানের জুটি গড়েন তিনি। তার আগে বিদায় নেন অধিনায়ক মেন্ডিস (১১)।
দুশান হেমন্তকে (৪) নিয়ে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেন সামারাবিক্রমা। ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। লঙ্কানদের জয় এনে দেওয়ার পথে চারিত আসালাঙ্কার (৪৪) সঙ্গে ৭৭ ও ধনাঞ্জয়া ডি সিলভার (৩০) সঙ্গে করেন ৭৬ রানের জুটি। ৩ উইকেট নিলেও লঙ্কানদের মনে ভয় ধরাতে পারেননি আরিয়ান দত্ত।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে