আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে আসছেন ক্রিকেটাররা। ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা উচিত, সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পরামর্শ দিয়েছেন।
এবারের বিপিএল হতে যাচ্ছে ‘অন্য রকম’—টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগেই বিসিবি থেকে শোনা যাচ্ছে এমন কথা। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। উপরন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট—তিন জেলায় কোটি কোটি টাকা খরচ করে মিউজিক ফেস্ট আয়োজন করে। বিপিএলের আগে এমন কনসার্ট আয়োজন নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে অন্য রকম বিপিএল প্রসঙ্গে যখন প্রশ্ন এল, তখন তামিম বলেন, ‘এবারের বিপিএলে কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয়, অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল।’
ঢাকায় মিউজিক ফেস্টে পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের এক অনুষ্ঠানেই খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। দুই ক্ষেত্রে টাকার অঙ্কে এত পার্থক্য কেন, তা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তামিমের কথাতেও আজ বোঝা গেছে তেমন কিছু। বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন, ‘কনসার্ট আগেও হয়েছে। এখনো হয়েছে। একটা অনুষ্ঠান হয়েছে। যা দেখেছি। আমি ছিলাম না দেশে। তবে এই ব্যাপারে এখন মন্তব্য করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে বলব যে আমরা জানি না কাল কী আছে, আমাদের জন্য। এটাও ভালো হবে না যে আমি একটা মন্তব্য করলাম, সেটা খারাপভাবে পড়ুক। আমার দৃষ্টিকোণ থেকে বলতে বললে আমি এতটুকুই বলতে পারি, বিপিএলে পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্টে বিনিয়োগ করুন। ক্রিকেটে বিনিয়োগ করুন।’
এবারের ফরচুন বরিশাল দেশীয় তারকা ক্রিকেটারে ভরপুর। তামিমের সঙ্গে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, রিশাদ হোসেনের মতো জাতীয় দলের তারকারা। দুর্বার রাজশাহীর বিপক্ষে আগামীকাল ওপেনিং কে করবেন—এই প্রশ্ন সাংবাদিকদের করে নিজেই উত্তর দিতে গিয়ে এসেছেন তামিম। বরিশাল অধিনায়ক আজ বলেন, ‘আপনাদের একটাই প্রশ্ন। শান্ত আমার সঙ্গে ওপেনিং করছে। তাই চিন্তা করবেন না।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে আসছেন ক্রিকেটাররা। ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা উচিত, সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পরামর্শ দিয়েছেন।
এবারের বিপিএল হতে যাচ্ছে ‘অন্য রকম’—টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগেই বিসিবি থেকে শোনা যাচ্ছে এমন কথা। অথচ টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। উপরন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট—তিন জেলায় কোটি কোটি টাকা খরচ করে মিউজিক ফেস্ট আয়োজন করে। বিপিএলের আগে এমন কনসার্ট আয়োজন নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে অন্য রকম বিপিএল প্রসঙ্গে যখন প্রশ্ন এল, তখন তামিম বলেন, ‘এবারের বিপিএলে কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয়, অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল।’
ঢাকায় মিউজিক ফেস্টে পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের এক অনুষ্ঠানেই খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। দুই ক্ষেত্রে টাকার অঙ্কে এত পার্থক্য কেন, তা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তামিমের কথাতেও আজ বোঝা গেছে তেমন কিছু। বাংলাদেশের তারকা ক্রিকেটার বলেন, ‘কনসার্ট আগেও হয়েছে। এখনো হয়েছে। একটা অনুষ্ঠান হয়েছে। যা দেখেছি। আমি ছিলাম না দেশে। তবে এই ব্যাপারে এখন মন্তব্য করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে বলব যে আমরা জানি না কাল কী আছে, আমাদের জন্য। এটাও ভালো হবে না যে আমি একটা মন্তব্য করলাম, সেটা খারাপভাবে পড়ুক। আমার দৃষ্টিকোণ থেকে বলতে বললে আমি এতটুকুই বলতে পারি, বিপিএলে পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্টে বিনিয়োগ করুন। ক্রিকেটে বিনিয়োগ করুন।’
এবারের ফরচুন বরিশাল দেশীয় তারকা ক্রিকেটারে ভরপুর। তামিমের সঙ্গে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, রিশাদ হোসেনের মতো জাতীয় দলের তারকারা। দুর্বার রাজশাহীর বিপক্ষে আগামীকাল ওপেনিং কে করবেন—এই প্রশ্ন সাংবাদিকদের করে নিজেই উত্তর দিতে গিয়ে এসেছেন তামিম। বরিশাল অধিনায়ক আজ বলেন, ‘আপনাদের একটাই প্রশ্ন। শান্ত আমার সঙ্গে ওপেনিং করছে। তাই চিন্তা করবেন না।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৫ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১০ ঘণ্টা আগে