Ajker Patrika

সাকিব চেষ্টা করবেন ডিপিএল খেলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব চেষ্টা করবেন ডিপিএল খেলার

মোহামেডানের হয়ে গতবার খেলতে পারেননি সাকিব আল হাসান। কারণটাও অজানা নয়, বাংলাদেশ দলের খেলা থাকায় চুক্তি অনুযায়ী লিগ পর্বের ম্যাচে তাঁকে পাওয়ার কথাই ছিল না ক্লাবের। এবারও প্রায় একই রকম অবস্থা। ১৫ মার্চ শুরু হবে ডিপিএল, ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। আবার ৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 

সব জেনে-বুঝেই এবারও সাকিবের সঙ্গে চুক্তি করেছে মোহামেডান। তবে আজ সাকিব মোটামুটি স্বস্তির খবরই দিয়েছেন ক্লবটিকে, ‘চেষ্টা থাকবে সবগুলো ম্যাচ খেলার। জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএল আছে। এর মাঝখানে চেষ্টা করব যথাসম্ভব দলের সঙ্গে থাকার ও ম্যাচগুলো খেলার।’ 

গতকাল বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ডিপিএল ২০২৩-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ১২ দলের অধিনায়ক ও প্রতিনিধিরা ছিলেন। এর মাঝেই রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তাদের ক্রিকেটাররা। বৈঠক শেষে দলের কর্মকর্তা ও অধিনায়ক জানিয়েছেন এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই পরিকল্পনা করছে তাঁরা। বিপিএল ও ডিপিএলের সাফল্যেই যেন মোহামেডান অধিনায়ক করেছে ইমরুল কায়েসকে। গতবার তাঁর অধিনায়কত্বে ডিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল। 

মোহামেডান যে এবার পরিকল্পনা করে দল গঠন করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। গত দুই মৌসুম ধরে ভালো দল গড়েও সাফল্য পায়নি তারা। কারণটাও পরিষ্কার, বাংলাদেশ দলের তারকা ক্রিকেটারদের অনেকেই ছিল তাদের দলে। যাঁরা জাতীয় দলের ব্যস্ততায় খেলতে পারেননি। সেখান থেকে সরে এসে এবার সৌম্য সরকার, ইমরুল, মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোমদের নিয়ে দল করেছে মোহামেডান। দু-একজন আছে শুধু জাতীয় দলের। 

তবে গত মৌসুমে জাতীয় দলের ক্রিকেটাররা না থাকার কারণেই মোহামেডান ভালো করতে পারেনি বলে বিশ্বাস সাকিবের, ‘মোহামেডান সুপার লিগে না যাওয়ার বড় কারণ হচ্ছে অনেক খেলোয়াড় ছিলাম জারা খেলতে পারিনি। স্বাভাবিকভাবে জাতীয় দলের সঙ্গে অঙ্গীকারবদ্ধ ছিলাম। আশা করি এবার আমরা দল হয়ে খেলতে পারব এবং ওরকম ফল আনতে পারব যেটা মোহামেডান অনেক দিন ধরেই চাচ্ছে।’ 

অধিনায়ক ইমরুলও আশা করছেন, তাঁর নেতৃত্বে শিরোপা উঁচিয়ে ধরার দিকেই এগোবে মোহামেডান, ‘আমি গত বছর যে দলে খেলেছি, অঙ্গীকার ছিল যেন চ্যাম্পিয়ন হতে পারি। একই পথে চেষ্টা করব মোহামেডান ক্লাবকে নিয়ে যেন চ্যাম্পিয়ন হতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত