নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সফর সামনে রেখে আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দল খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবেন নিগার সুলতানা জ্যোতিরা। পর দিন দিল্লি হয়ে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলির দল।
১৮, ১৯ ও ২০ মার্চ মিরপুর অনুশীলন চলবে জ্যোতি-নাহিদা আক্তারদের। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম ওয়ানডে। ২২ ও ২৩ মার্চ চলবে অনুশীলন, দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ। পর দিন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্রামে থাকবেন জ্যোতিরা। ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই শুরু হবে সকালে সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। ২০ ওভারের ম্যাচগুলো হবে বেলা ১২টা থেকে। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। পরের দুই ম্যাচের মাঝে থাকবে একদিন করে অনুশীলন। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি
তারিখ ম্যাচ
২১ মার্চ ১ম ওয়ানডে
২৪ মার্চ ২য় ওয়ানডে
২৭ মার্চ ৩য় ওয়ানডে
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি
২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি
৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি
*সব ম্যাচ মিরপুরে

প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সফর সামনে রেখে আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কয়েক দিনের মধ্যে দল ঘোষণা করবে বিসিবি। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দল খেলবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মার্চ টিম হোটেলে উঠবেন নিগার সুলতানা জ্যোতিরা। পর দিন দিল্লি হয়ে ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলির দল।
১৮, ১৯ ও ২০ মার্চ মিরপুর অনুশীলন চলবে জ্যোতি-নাহিদা আক্তারদের। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম ওয়ানডে। ২২ ও ২৩ মার্চ চলবে অনুশীলন, দ্বিতীয় ওয়ানডে ২৪ মার্চ। পর দিন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্রামে থাকবেন জ্যোতিরা। ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই শুরু হবে সকালে সাড়ে ৯টায়। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। ২০ ওভারের ম্যাচগুলো হবে বেলা ১২টা থেকে। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। পরের দুই ম্যাচের মাঝে থাকবে একদিন করে অনুশীলন। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সর্বশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সূচি
তারিখ ম্যাচ
২১ মার্চ ১ম ওয়ানডে
২৪ মার্চ ২য় ওয়ানডে
২৭ মার্চ ৩য় ওয়ানডে
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি
২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি
৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি
*সব ম্যাচ মিরপুরে

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে