
আইপিএলের দুর্দান্ত শুরুর ছন্দ হারিয়ে এখন নিজেকে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ তিন ম্যাচে উদার হস্তে বিলিয়েছেন রান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য শেষ ম্যাচে নায়ক হওয়ার সুযোগ পেয়ে উল্টো হয়ে যান ‘খলনায়ক’।
ম্যাচের শেষ ওভারে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে ১৭ রানে আটকিয়ে দিতে এসে প্রথম ৩ বলে সেই রান দিয়ে দেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন তিনি। শেষ দুই ম্যাচে তাই বাংলাদেশি পেসারের কাছে শুরুর দিকের পারফরম্যান্সটাই চায় চেন্নাই।
মোস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে তাই হয়তো বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই। নিজেদের মাঠে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামার আগে আজ ছবিটি শেয়ার করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
প্রয়াত জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে চেন্নাই। তার সঙ্গে মিলিয়েছে মোস্তাফিজের বোলিং অ্যাকশন। নিজের বিখ্যাত গান ‘স্মুথ ক্রিমিনাল’-এর পারফরম্যান্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির ওপর ভর করে সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কীভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে।
মোস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তাঁর সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। সেই সঙ্গে জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে, ‘ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টাক বাই!’ যার অর্থ ‘তুমি আঘাত করতে পার, আবার আটকিয়েও দিতে পার।’

আইপিএলের দুর্দান্ত শুরুর ছন্দ হারিয়ে এখন নিজেকে খুঁজছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ তিন ম্যাচে উদার হস্তে বিলিয়েছেন রান। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অবশ্য শেষ ম্যাচে নায়ক হওয়ার সুযোগ পেয়ে উল্টো হয়ে যান ‘খলনায়ক’।
ম্যাচের শেষ ওভারে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে ১৭ রানে আটকিয়ে দিতে এসে প্রথম ৩ বলে সেই রান দিয়ে দেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের মৌসুমে আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবেন তিনি। শেষ দুই ম্যাচে তাই বাংলাদেশি পেসারের কাছে শুরুর দিকের পারফরম্যান্সটাই চায় চেন্নাই।
মোস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াতে তাই হয়তো বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ছবির সঙ্গে মিল রেখে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছে চেন্নাই। নিজেদের মাঠে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামার আগে আজ ছবিটি শেয়ার করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
প্রয়াত জ্যাকসনের নাচের একটি মুদ্রার ছবি শেয়ার করেছে চেন্নাই। তার সঙ্গে মিলিয়েছে মোস্তাফিজের বোলিং অ্যাকশন। নিজের বিখ্যাত গান ‘স্মুথ ক্রিমিনাল’-এর পারফরম্যান্সের সময় সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন জ্যাকসন। গোড়ালির ওপর ভর করে সামনের দিকে প্রায় ৪৫ ডিগ্রি ঝুঁকে গিয়েছিলেন। এমন অসম্ভব মুদ্রা তিনি কীভাবে রপ্ত করেছেন সেটি নিয়ে এখনো গবেষণা হচ্ছে।
মোস্তাফিজও বোলিং করার সময় জ্যাকসনের মতোই কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশি পেসারের ঝুঁকে পড়াটা এবার তাঁর সাফল্যের কারণ হোক সেটাই যেন বোঝাতে চেয়েছে চেন্নাই। সেই সঙ্গে জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল গানটির দুটি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছে, ‘ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টাক বাই!’ যার অর্থ ‘তুমি আঘাত করতে পার, আবার আটকিয়েও দিতে পার।’

জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২ ঘণ্টা আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
২ ঘণ্টা আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
৩ ঘণ্টা আগে