
বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে কয়েক দিন পর আবারও ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এ মাসের শেষেই বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এশিয়ার দুই দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল।
বাংলাদেশ-ভারত পাঁচ টি-টোয়েন্টির পাঁচটিই হবে সিলেটে। প্রথম ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ২ মে, ৬ মে ও ৯ মে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ টি-টোয়েন্টি শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০ মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে গত বছরের জুলাইয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। নাটকীয়তায় পরিপূর্ণ তৃতীয় ওয়ানডেটি টাই হয়। টাইয়ের পর ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন।
২০২৪ বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময়)
ম্যাচ তারিখ শুরুর সময়
প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি ২ মে বেলা ২টা
চতুর্থ টি-টোয়েন্টি ৬ মে বেলা ২ টা
পঞ্চম টি-টোয়েন্টি ৯ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
*প্রথম, দ্বিতীয়, পঞ্চম টি-টোয়েন্টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ সিলেটের আউটার স্টেডিয়ামে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দ্বিপক্ষীয় সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে কয়েক দিন পর আবারও ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এ মাসের শেষেই বাংলাদেশে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ করেছে। এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে এশিয়ার দুই দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল।
বাংলাদেশ-ভারত পাঁচ টি-টোয়েন্টির পাঁচটিই হবে সিলেটে। প্রথম ম্যাচের পর এক দিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচও সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ২ মে, ৬ মে ও ৯ মে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বেলা ২টায়। শেষ টি-টোয়েন্টি শুরুর সময় সন্ধ্যা সাড়ে ৬টা। ১০ মে ভারতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে গত বছরের জুলাইয়ে। বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। ওয়ানডে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। নাটকীয়তায় পরিপূর্ণ তৃতীয় ওয়ানডেটি টাই হয়। টাইয়ের পর ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন।
২০২৪ বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি (বাংলাদেশ সময়)
ম্যাচ তারিখ শুরুর সময়
প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি ২ মে বেলা ২টা
চতুর্থ টি-টোয়েন্টি ৬ মে বেলা ২ টা
পঞ্চম টি-টোয়েন্টি ৯ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
*প্রথম, দ্বিতীয়, পঞ্চম টি-টোয়েন্টি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও চতুর্থ ম্যাচ সিলেটের আউটার স্টেডিয়ামে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৩২ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে