নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।
বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ভারতের রক্ষণদুর্গে হানা দিয়েছে বারবার। মাঠজুড়েই বিচরণ করেছেন হামজা। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শিলং থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের বুম ঘিরে ধরে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খানকে। ভারত ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমকে আমের বলেন, ‘ভারতও হামজাকে দারুণভাবে বরণ করেছে। সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা, হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি, এটা উপমহাদেশের জন্য ভালো দিক হয়েছে। এই অঞ্চলের ফুটবল অনেক উন্নত হবে।’
ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন হামজা। তবে দেশে বেশিক্ষণ থাকতে পারছেন না। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলতে তাঁকে পাড়ি জমাতে হবে বিদেশে। বাফুফে সূত্র থেকে জানা গেছে, হামজা আজ রাতে ঢাকাতেই থাকছেন। আগামীকাল সকালে ইংল্যান্ডে উড়াল দেবেন।
শুক্রবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির মুখোমুখি হবে হামজার শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রামাল লেনে শুরু হবে ম্যাচটি। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে শেফিল্ড। আর বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আতিথেয়তা দেবে সিঙ্গাপুরকে।

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।
বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ভারতের রক্ষণদুর্গে হানা দিয়েছে বারবার। মাঠজুড়েই বিচরণ করেছেন হামজা। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শিলং থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের বুম ঘিরে ধরে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খানকে। ভারত ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমকে আমের বলেন, ‘ভারতও হামজাকে দারুণভাবে বরণ করেছে। সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা, হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি, এটা উপমহাদেশের জন্য ভালো দিক হয়েছে। এই অঞ্চলের ফুটবল অনেক উন্নত হবে।’
ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন হামজা। তবে দেশে বেশিক্ষণ থাকতে পারছেন না। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলতে তাঁকে পাড়ি জমাতে হবে বিদেশে। বাফুফে সূত্র থেকে জানা গেছে, হামজা আজ রাতে ঢাকাতেই থাকছেন। আগামীকাল সকালে ইংল্যান্ডে উড়াল দেবেন।
শুক্রবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির মুখোমুখি হবে হামজার শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রামাল লেনে শুরু হবে ম্যাচটি। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে শেফিল্ড। আর বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আতিথেয়তা দেবে সিঙ্গাপুরকে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে