Ajker Patrika

বাংলাদেশ দল এখন যেন ছোটখাটো হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৬: ২৬
বাংলাদেশ দল এখন যেন ছোটখাটো হাসপাতাল

দিনের আলোয় ম্যাচ, রোদের তীব্রতাও বেশ। এর মধ্যেও চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচে বোলিংটাও দুর্দান্ত করেছে বাংলাদেশ দল। কিন্তু ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেল একের পর এক চোটের ঘটনা। আর বাংলাদেশ দলের ড্রেসিংরুমের অবস্থা এখন অনেকটা ছোটখাটো হাসপাতালের মতোই।

গতকাল অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যান পেসার তানজিম হাসান সাকিব। আজ চোটের তালিকা হলো আরও লম্বা। শরীফুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভার ছিল দুর্দান্ত। পরের ওভারের দ্বিতীয় বলেই প্রথম বিপত্তি। তাসকিন আহমেদের করা বল উইকেটকিপার মুশফিকুর রহিম হাতে জমা করতে পারেননি ঠিকঠাক—বল এসে লাগে তাঁর আঙুলের মাথায়। ব্যথা কাতর মুশফিকের কাছে দ্রুত ছুটে যান ফিজিও। প্রাথমিক চিকিৎসায় অবশ্য সেরে যান মুশফিক।

তারপর ৪৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের মাঠ ছাড়া। ওয়ানডে সিরিজে আজ জায়গা পেয়ে, দুর্দান্ত বোলিংই করেছিলেন এ বাঁহাতি পেসার। দুটি উইকেটও নিয়েছিলেন। ওভারের প্রথম বলটা ছিল ওয়াইড। কিন্তু রান-আপ সময় পায়ের মাংসপেশিতে টান লাগায় আর বল করতে পারেননি। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মোস্তাফিজ।

মোস্তাফিজের সেই ওভারটি করেছেন সৌম্য সরকার। ফিজের ঘটনার রেশ না কাটতেই ৪৯তম ওভারে বেশ চোট পান সৌম্যও। শরীফুলের করা আপার কাট করে চার মারেন জানিত লিয়ানাগে। থার্ড ম্যান থেকে দৌড়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে সীমানার পাশে থাকা বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছেন সৌম্য। 

বিসিবি সূত্র জানিয়েছে, ঘাড়ে গুরুতর চোট পেয়েছেন সৌম্য। যার ফলে আর ব্যাটিংয়েই নামতে পারেননি এ বাঁহাতি ব্যাটার। তাঁর কনকাশন হিসেবে ব্যাটিং করছেন তানজিদ হাসান তামিম। 

শেষ ওভারে জাকের আলী অনিককেও তুলে নেওয়া হলে স্ট্রেচারে করে। পঞ্চম বলে তাসকিন আহমেদকে তুলে মারতে যান লেজের ব্যাটার প্রমোদ মাদুশান। পয়েন্টে এনামুল হক বিজয়-জাকের দুজনেই ক্যাচ ধরতে ছুটে যান। বিজয় বল হাতে জমা করলেও দুজনের শরীরের ধাক্কা খেয়ে আহত হয়েছেন জাকের। স্ট্রেচারে মাঠ থেকে নেওয়া হয় তাঁকে। সূত্র জানিয়েছে, জাকেরকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছেন হাসপাতালে।

সিরিজ নির্ধারণী ম্যাচে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২৩৫ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১০১ রান করে অপরাজিত লিয়ানাগে। ১০২ বলের ইনিংসে মেরেছেন ১১ চার ও ২ ছক্কা।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত