Ajker Patrika

ওয়াসিম আকরামের কাছে বাবর ‘সন্তানতুল্য’

ওয়াসিম আকরামের কাছে বাবর ‘সন্তানতুল্য’

অবসরপ্রাপ্ত ও তরুণ খেলোয়াড়দের মধ্যে সম্পর্কে মনোমালিন্য হওয়া নতুন কোনো ঘটনা নয়। তেমনি ওয়াসিম আকরাম ও বাবর আজমের মধ্যে সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ওয়াসিম। পাকিস্তানি কিংবদন্তি এই পেসার জানিয়েছেন, তাঁর (ওয়াসিম) কাছে বাবর সন্তানের মতো। 

২০২৩ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলবেন বাবর আজম। যেখানে গত বছর বাবরকে পেশোয়ারের কাছে বিক্রি করেছিল করাচি কিংস। আর করাচির বোলিং কোচের দায়িত্বে আছেন ওয়াসিম। বাবর করাচি ছেড়ে চলে যাওয়ায় তাঁর (বাবর) ওপর বিরক্ত কি না, এমন প্রশ্নে ক্ষেপেছেন ওয়াসিম। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি কিংবদন্তি এই বাঁহাতি পেসার বলেন, ‘লিগ ক্রিকেটে খেলোয়াড় আদান-প্রদান খুবই সাধারণ ব্যাপার। দলটা তো আমার না। মালিকের দল। আমি বাবরের সঙ্গে নিয়মিত কথা বলি। সে আমার নিজের ছেলের মতো। আমি তার ওপর কেন বিরক্ত হব? তার প্রতি পূর্ণ সমর্থন আমার আছে।’ 

বাবরের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হচ্ছে হরহামেশাই। ওয়াসিমের মতে, এভাবে সমালোচনা করে নিজেদের হাসির পাত্র বানানো মোটেই উচিত না। পাকিস্তানের এই বাঁহাতি পেসার বলেন, ‘আমাদের আলাদা শত্রুর প্রয়োজন নেই। এক্ষেত্রে আমাদের লোকেরাই যথেষ্ট। আমি দেখতে পাচ্ছি, চারপাশে বাবরের প্রচুর সমালোচনা হচ্ছে। এটা লজ্জাজনক। দয়া করে নিজেদের হাসির পাত্র বানানো বন্ধ করুন। অধিনায়কের পাশে আমাদের দাঁড়াতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত