ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে ২০২৪ সাল শেষ করেছে বাংলাদেশ। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলের কোনো ডিউটি নেই ক্রিকেটারদের। পাওয়া না পাওয়ার অনেক কিছু ছিল এ বছরও। এর মধ্যেও সবকিছু ছাপিয়ে ব্যক্তিগত অর্জনে মেহেদী হাসান মিরাজ ব্যাটে-বলে ছড়িয়েছেন মুগ্ধতা।
শুধু অলরাউন্ড পারফরম্যান্স নয়, মিরাজ তো প্রথমবারের মতো অধিনায়কত্বও করলেন এই বছর। দলকে নেতৃত্ব দেওয়ার তালিকায় নতুন করে যোগ হলো মিরাজের নাম। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টেস্ট—দুই সংস্করণে অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার। নেতৃত্বে এখনো বেশ সুফল না দেখলেও উইন্ডিজের বিপক্ষে একটি টেস্টে তাঁর অধীনে জিতেছে বাংলাদেশ দল।
কিন্তু ব্যাটিং-বোলিংয়ে মিরাজ এ বছর নিজেকে ছাড়িয়ে গেছেন বেশ। ব্যাট হাতে এই বছর বাংলাদেশ দলের সেরা পারফরমার। দলের একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। ৩০ ইনিংসে করেছেন বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ১০২৫ রান। গড় ৩৭.৯৬। তালিকায় মিরাজের পরে থাকা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪০ ইনিংসে করেছেন এ বছর ৯৬১ রান। গড় ২৫.২৮।
এক জায়গায় পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের সঙ্গে দারুণ মিলও রয়েছে মিরাজের। ২০২৪ সালে এ পর্যন্ত অন্তত ১ হাজার রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে বাবর ও মিরাজেরই শুধু সেঞ্চুরি নেই। মিরাজ করেছেন সাত ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৯৭। বাবর ৩৭ ইনিংসে করেছেন ১১১৪ রান। রয়েছে ৮ ফিফটি, নেই কোনো সেঞ্চুরি। যদিও এ বছর আরও একটি টেস্ট রয়েছে বাবরদের। কাল থেকে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে পাকিস্তানের।
নেতৃত্ব দেওয়া ৬ ম্যাচ মিরাজের ব্যাট যেন আরও বেশি ঔজ্জ্বল্য ছড়িয়েছে। ৪৫.৫০ গড়, করেছেন ৩৬৪ রান। নিয়েছেন ৭ উইকেট। ব্যাটিংয়ের সঙ্গে বল হাতে এ বছর মিরাজের শিকার ৪০ উইকেট, ইকোনমি ৩.৭৯। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু তাসকিন আহমেদের ৬৩টি।
অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজ আইসিসি থেকেও পেয়েছেন সুখবর। টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠেছেন তিনি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিন নম্বরে। বলাই তো যায়, বছরটা মিরাজেরও।

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে ২০২৪ সাল শেষ করেছে বাংলাদেশ। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলের কোনো ডিউটি নেই ক্রিকেটারদের। পাওয়া না পাওয়ার অনেক কিছু ছিল এ বছরও। এর মধ্যেও সবকিছু ছাপিয়ে ব্যক্তিগত অর্জনে মেহেদী হাসান মিরাজ ব্যাটে-বলে ছড়িয়েছেন মুগ্ধতা।
শুধু অলরাউন্ড পারফরম্যান্স নয়, মিরাজ তো প্রথমবারের মতো অধিনায়কত্বও করলেন এই বছর। দলকে নেতৃত্ব দেওয়ার তালিকায় নতুন করে যোগ হলো মিরাজের নাম। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টেস্ট—দুই সংস্করণে অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার। নেতৃত্বে এখনো বেশ সুফল না দেখলেও উইন্ডিজের বিপক্ষে একটি টেস্টে তাঁর অধীনে জিতেছে বাংলাদেশ দল।
কিন্তু ব্যাটিং-বোলিংয়ে মিরাজ এ বছর নিজেকে ছাড়িয়ে গেছেন বেশ। ব্যাট হাতে এই বছর বাংলাদেশ দলের সেরা পারফরমার। দলের একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। ৩০ ইনিংসে করেছেন বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ১০২৫ রান। গড় ৩৭.৯৬। তালিকায় মিরাজের পরে থাকা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪০ ইনিংসে করেছেন এ বছর ৯৬১ রান। গড় ২৫.২৮।
এক জায়গায় পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের সঙ্গে দারুণ মিলও রয়েছে মিরাজের। ২০২৪ সালে এ পর্যন্ত অন্তত ১ হাজার রান করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে বাবর ও মিরাজেরই শুধু সেঞ্চুরি নেই। মিরাজ করেছেন সাত ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৯৭। বাবর ৩৭ ইনিংসে করেছেন ১১১৪ রান। রয়েছে ৮ ফিফটি, নেই কোনো সেঞ্চুরি। যদিও এ বছর আরও একটি টেস্ট রয়েছে বাবরদের। কাল থেকে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে পাকিস্তানের।
নেতৃত্ব দেওয়া ৬ ম্যাচ মিরাজের ব্যাট যেন আরও বেশি ঔজ্জ্বল্য ছড়িয়েছে। ৪৫.৫০ গড়, করেছেন ৩৬৪ রান। নিয়েছেন ৭ উইকেট। ব্যাটিংয়ের সঙ্গে বল হাতে এ বছর মিরাজের শিকার ৪০ উইকেট, ইকোনমি ৩.৭৯। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু তাসকিন আহমেদের ৬৩টি।
অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজ আইসিসি থেকেও পেয়েছেন সুখবর। টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠেছেন তিনি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিন নম্বরে। বলাই তো যায়, বছরটা মিরাজেরও।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে