Ajker Patrika

সাকিববিহীন কলকাতার কাছে কোহলিদের হার

সাকিববিহীন কলকাতার কাছে কোহলিদের হার

আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। সাকিব দলে না থাকলেও দাপুটে জয় পেতে সমস্যা হয়নি কলকাতার। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে এউইন মরগানের দল। 

আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই তোপের মুখে পড়ে বেঙ্গালুরু। একের পর এক উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৬০ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। 

লক্ষ্য তাড়ায় এদিন ওপেনিং জুটিতেই ৮২ রান করে কলকাতাকে জয়ের পথে নিয়ে যান শুভমান গিল ও ভেঙ্কাটেশ আইয়ার। ৪৮ রানে শুভমান ফিরে গেলেও ৪১ রানে অপরাজিত ছিলেন আইয়ার। 

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বেঙ্গালুরু। দলীয় ১০ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে লেগবিফোরের ফাঁদে পড়ে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি (৫)। ৪১ রানে ফিরে যান দেবদূত পাডিক্কালও। ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে পাডিক্কালের ব্যাট থেকে। বরুণ চক্রবর্তী-আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ে থিতু হতে পারেননি বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। কোনো রান না করেই রাসেলের বলে বোল্ড হয়ে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। ১০ রানের বেশি করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৯২ রানে থেমে যায় বেঙ্গালুরু। ৩টি করে উইকেট নিয়েছেন বরুণ ও রাসেল। ম্যাচসেরা হয়েছে বরুণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত