
সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। টানা দুই বছর ধরে লাল বলের সিরিজে জয় নেই ইংলিশদের। ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন জো রুট। তাঁর জায়গায় ইংল্যান্ডের ৮১ তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত হওয়ার অপেক্ষায় বেন স্টোকস।
অধিনায়কত্ব পাওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঠিন বার্তা দিয়েছেন স্টোকস। চ্যালেঞ্জের কথা জানিয়ে গতকাল দলের বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে স্টোকস বলেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে এক নম্বরে। বলার অপেক্ষা রাখে না, সামনে আমার জন্য কঠিন চ্যালেঞ্জ এবং রোমাঞ্চকর মুহূর্ত অপেক্ষা করছে। বিশেষ করে শেষ কয়েক বছর যেভাবে গেছে সেই বিবেচনায়।’
ইংল্যান্ডের ফেলে আসা অতীত মোটেও সুখকর নয়। স্টোকসও মনে করতে চাচ্ছেন না। বলেছেন, ‘আমার কাছে অতীত খুব একটা বড় বিষয় নয়। আমি কীভাবে দলকে নিয়ে সামনে এগিয়ে যাব, বিশেষ করে শুরুটা কীভাবে করব সেদিকেই পূর্ণ মনোযোগ।’
মাঠে ও মাঠের বাইরে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে স্টোকস বলেন, ‘শুধু মাঠেই নয়, মাঠের বাইরে অনেক কিছুর পরিবর্তন করতে হবে। তবে মাঠের ভেতরে যেটা হতে পারে… আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিঃস্বার্থ ক্রিকেট খেলা। তাদের নিঃস্বার্থ মনোভাব আমাদেরকে ম্যাচ জেতাতে বড় প্রভাবক হিসেবে কাজ করবে।’
অ্যাশেজে ৪-০ হারের পর ওয়েস্ট ইন্ডিজে ২-০ হেরেছে ইংল্যান্ড। টানা দুই সিরিজে করুণ পরাজয়ের পর সমালোচিত ইংল্যান্ড টেস্ট দল। তাই জয়ের দিকে নজর রাখতে চান স্টোকস, ‘আপনি সব সময় ম্যাচ জয়ের হিসেবকেই বিবেচনায় আনবেন। এ জন্য এটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ। আমি যে সিদ্ধান্ত নেব সেটা অবশ্যই আমাদের জয়ের সুযোগ বাড়িয়ে দেবে। আমি আমার সঙ্গে আরও ১০ ক্রিকেটারকে একই মানসিকতায় দেখতে চাই।’

সাম্প্রতিক সময়ে সাদা পোশাকের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। টানা দুই বছর ধরে লাল বলের সিরিজে জয় নেই ইংলিশদের। ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন জো রুট। তাঁর জায়গায় ইংল্যান্ডের ৮১ তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষিক্ত হওয়ার অপেক্ষায় বেন স্টোকস।
অধিনায়কত্ব পাওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঠিন বার্তা দিয়েছেন স্টোকস। চ্যালেঞ্জের কথা জানিয়ে গতকাল দলের বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে স্টোকস বলেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে এক নম্বরে। বলার অপেক্ষা রাখে না, সামনে আমার জন্য কঠিন চ্যালেঞ্জ এবং রোমাঞ্চকর মুহূর্ত অপেক্ষা করছে। বিশেষ করে শেষ কয়েক বছর যেভাবে গেছে সেই বিবেচনায়।’
ইংল্যান্ডের ফেলে আসা অতীত মোটেও সুখকর নয়। স্টোকসও মনে করতে চাচ্ছেন না। বলেছেন, ‘আমার কাছে অতীত খুব একটা বড় বিষয় নয়। আমি কীভাবে দলকে নিয়ে সামনে এগিয়ে যাব, বিশেষ করে শুরুটা কীভাবে করব সেদিকেই পূর্ণ মনোযোগ।’
মাঠে ও মাঠের বাইরে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে স্টোকস বলেন, ‘শুধু মাঠেই নয়, মাঠের বাইরে অনেক কিছুর পরিবর্তন করতে হবে। তবে মাঠের ভেতরে যেটা হতে পারে… আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিঃস্বার্থ ক্রিকেট খেলা। তাদের নিঃস্বার্থ মনোভাব আমাদেরকে ম্যাচ জেতাতে বড় প্রভাবক হিসেবে কাজ করবে।’
অ্যাশেজে ৪-০ হারের পর ওয়েস্ট ইন্ডিজে ২-০ হেরেছে ইংল্যান্ড। টানা দুই সিরিজে করুণ পরাজয়ের পর সমালোচিত ইংল্যান্ড টেস্ট দল। তাই জয়ের দিকে নজর রাখতে চান স্টোকস, ‘আপনি সব সময় ম্যাচ জয়ের হিসেবকেই বিবেচনায় আনবেন। এ জন্য এটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ। আমি যে সিদ্ধান্ত নেব সেটা অবশ্যই আমাদের জয়ের সুযোগ বাড়িয়ে দেবে। আমি আমার সঙ্গে আরও ১০ ক্রিকেটারকে একই মানসিকতায় দেখতে চাই।’

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
৪১ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে