নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর টেস্টে কি তবে কুনজর পড়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের! প্রথম দিন চা বিরতির পর খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিন মোটে ৬.২ ওভার খেলা হয়েছে। আর আজ তৃতীয় দিনের পুরোটাই গিলে নিল বৃষ্টি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে ঝরিয়ে যাচ্ছে অবিরাম বর্ষণ। গত রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি এখনো না থামায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে চতুর্থ দিনের খেলা। মোট ৯৮ ওভার হবে এ দিন।
প্রথম দিন চটের কাভারে এতক্ষণ পিচ আচ্ছাদিত করা থাকলেও বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিন থেকেই তেরপলের কাভারে পিচ ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। গতকাল দুই দলের খেলোয়াড়সহ ম্যাচ সংশ্লিষ্টরা মাঠে গেলেও আবহাওয়ার পূর্বাভাস জেনে আজ সবাইকে হোটেলেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
আজ সোমবার তৃতীয় দিনের খেলাও শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। হিসেব অনুযায়ী, এতক্ষণে চা বিরতিতে যাওয়ার কথা ছিল দুই দলের। কল্পনাবিলাসী আবহাওয়ায় সাকিব আল হাসান-বাবর আজমরা হয়তো চায়ের কাপে ঝড়ও তুলেছেন। তবে ড্রেসিং রুমে নয়; হোটেল রুমে।
গতকাল দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর (৭১ *) ও অভিজ্ঞ আজহার আলী (৫২ *)।
আগামীকাল থেকে বল যদি মাঠে গড়ায়ও, তবু ম্যাচটা যে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে; সেটি না বললেও চলে। সে ক্ষেত্রে সিরিজ জিতে নেবে পাকিস্তান। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।

মিরপুর টেস্টে কি তবে কুনজর পড়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের! প্রথম দিন চা বিরতির পর খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিন মোটে ৬.২ ওভার খেলা হয়েছে। আর আজ তৃতীয় দিনের পুরোটাই গিলে নিল বৃষ্টি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে আসার আগেই শক্তি হারিয়ে পরিণত হয়েছে লঘুচাপে। তবে মিলিয়ে যাওয়ার আগে ঝরিয়ে যাচ্ছে অবিরাম বর্ষণ। গত রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি এখনো না থামায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে চতুর্থ দিনের খেলা। মোট ৯৮ ওভার হবে এ দিন।
প্রথম দিন চটের কাভারে এতক্ষণ পিচ আচ্ছাদিত করা থাকলেও বৃষ্টি বাগড়ায় দ্বিতীয় দিন থেকেই তেরপলের কাভারে পিচ ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। গতকাল দুই দলের খেলোয়াড়সহ ম্যাচ সংশ্লিষ্টরা মাঠে গেলেও আবহাওয়ার পূর্বাভাস জেনে আজ সবাইকে হোটেলেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
আজ সোমবার তৃতীয় দিনের খেলাও শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। হিসেব অনুযায়ী, এতক্ষণে চা বিরতিতে যাওয়ার কথা ছিল দুই দলের। কল্পনাবিলাসী আবহাওয়ায় সাকিব আল হাসান-বাবর আজমরা হয়তো চায়ের কাপে ঝড়ও তুলেছেন। তবে ড্রেসিং রুমে নয়; হোটেল রুমে।
গতকাল দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর (৭১ *) ও অভিজ্ঞ আজহার আলী (৫২ *)।
আগামীকাল থেকে বল যদি মাঠে গড়ায়ও, তবু ম্যাচটা যে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে; সেটি না বললেও চলে। সে ক্ষেত্রে সিরিজ জিতে নেবে পাকিস্তান। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে