Ajker Patrika

১০৬ রানে হেরে শেষ সুযোগটুকু হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
১০৬ রানে হেরে শেষ সুযোগটুকু হাতছাড়া বাংলাদেশের
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ১০৬ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

সেন্ট কিটসে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে সিরিজ জয়ের ন্যুনতম সম্ভাবনা থাকত বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু জেতা তো দূরে থাক, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। ১০৬ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেল বাংলাদেশ।

২১ বলে ফিফটি করে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির কীর্তিটা ডিয়ান্ড্রা ডটিন করেছেন পরশু। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা হয়েছিল সেন্ট কিটসে। একই ভেন্যুতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এবারও জ্বলে উঠলেন ডটিন।

২০২ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩.১ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় জ্যোতির বাংলাদেশ। চতুর্থ উইকেটে জ্যোতি ও শারমিন আকতার সুপ্তা ২৮ রানের জুটি গড়লেও সেটা কাজে আসেনি। ৪৩ রানে শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করতে পারে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন শারমিন। ১০৬ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস, চেরি অ্যান ফ্রেজার, অ্যাফি ফ্লেচার পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাইদা জেমস ও আশমিনি মুনিসার। যাঁদের মধ্যে ফ্লেচার, মুনিসার, জেমস—এই তিন বোলার পূর্ণ ৪ ওভার বোলিং করেছেন। বাংলাদেশের সুলতানা খাতুন হয়েছেন রান আউট।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস হেরে প্রথমে ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ২০১ রান। ইনিংস সর্বোচ্চ স্কোর ৬৩ রান করেন উইন্ডিজ ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। সেটার চেয়েও ডটিনের ঝোড়ো ব্যাটিং নজর কেড়েছে। চার নম্বরে নেমে ২০ বলে ৩ চার ও ৫ ছক্কায় করেছেন ৪৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশের তিন লেগ স্পিনার ফাহিমা খাতুন, স্বর্ণা আকতার ও রাবেয়া খান। ফাহিমা পেয়েছেন ৩ উইকেট। ২ ও ১ উইকেট নিয়েছেন রাবেয়া ও স্বর্ণা। নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটাই প্রথম কোনো ২০০ ছাড়ানো ইনিংসের কীর্তি। বাংলাদেশের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ছিল ১৮৯ রান। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ইনিংস খেলেছিল অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত