ক্রীড়া ডেস্ক

সেন্ট কিটসে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে সিরিজ জয়ের ন্যুনতম সম্ভাবনা থাকত বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু জেতা তো দূরে থাক, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। ১০৬ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেল বাংলাদেশ।
২১ বলে ফিফটি করে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির কীর্তিটা ডিয়ান্ড্রা ডটিন করেছেন পরশু। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা হয়েছিল সেন্ট কিটসে। একই ভেন্যুতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এবারও জ্বলে উঠলেন ডটিন।
২০২ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩.১ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় জ্যোতির বাংলাদেশ। চতুর্থ উইকেটে জ্যোতি ও শারমিন আকতার সুপ্তা ২৮ রানের জুটি গড়লেও সেটা কাজে আসেনি। ৪৩ রানে শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করতে পারে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন শারমিন। ১০৬ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস, চেরি অ্যান ফ্রেজার, অ্যাফি ফ্লেচার পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাইদা জেমস ও আশমিনি মুনিসার। যাঁদের মধ্যে ফ্লেচার, মুনিসার, জেমস—এই তিন বোলার পূর্ণ ৪ ওভার বোলিং করেছেন। বাংলাদেশের সুলতানা খাতুন হয়েছেন রান আউট।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস হেরে প্রথমে ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ২০১ রান। ইনিংস সর্বোচ্চ স্কোর ৬৩ রান করেন উইন্ডিজ ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। সেটার চেয়েও ডটিনের ঝোড়ো ব্যাটিং নজর কেড়েছে। চার নম্বরে নেমে ২০ বলে ৩ চার ও ৫ ছক্কায় করেছেন ৪৯ রান।
ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশের তিন লেগ স্পিনার ফাহিমা খাতুন, স্বর্ণা আকতার ও রাবেয়া খান। ফাহিমা পেয়েছেন ৩ উইকেট। ২ ও ১ উইকেট নিয়েছেন রাবেয়া ও স্বর্ণা। নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটাই প্রথম কোনো ২০০ ছাড়ানো ইনিংসের কীর্তি। বাংলাদেশের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ছিল ১৮৯ রান। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ইনিংস খেলেছিল অস্ট্রেলিয়া।

সেন্ট কিটসে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে সিরিজ জয়ের ন্যুনতম সম্ভাবনা থাকত বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু জেতা তো দূরে থাক, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। ১০৬ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেল বাংলাদেশ।
২১ বলে ফিফটি করে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ফিফটির কীর্তিটা ডিয়ান্ড্রা ডটিন করেছেন পরশু। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা হয়েছিল সেন্ট কিটসে। একই ভেন্যুতে আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এবারও জ্বলে উঠলেন ডটিন।
২০২ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩.১ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় জ্যোতির বাংলাদেশ। চতুর্থ উইকেটে জ্যোতি ও শারমিন আকতার সুপ্তা ২৮ রানের জুটি গড়লেও সেটা কাজে আসেনি। ৪৩ রানে শেষ ৬ উইকেট হারায় সফরকারীরা। ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করতে পারে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন শারমিন। ১০৬ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস, চেরি অ্যান ফ্রেজার, অ্যাফি ফ্লেচার পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাইদা জেমস ও আশমিনি মুনিসার। যাঁদের মধ্যে ফ্লেচার, মুনিসার, জেমস—এই তিন বোলার পূর্ণ ৪ ওভার বোলিং করেছেন। বাংলাদেশের সুলতানা খাতুন হয়েছেন রান আউট।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস হেরে প্রথমে ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ২০১ রান। ইনিংস সর্বোচ্চ স্কোর ৬৩ রান করেন উইন্ডিজ ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। সেটার চেয়েও ডটিনের ঝোড়ো ব্যাটিং নজর কেড়েছে। চার নম্বরে নেমে ২০ বলে ৩ চার ও ৫ ছক্কায় করেছেন ৪৯ রান।
ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশের তিন লেগ স্পিনার ফাহিমা খাতুন, স্বর্ণা আকতার ও রাবেয়া খান। ফাহিমা পেয়েছেন ৩ উইকেট। ২ ও ১ উইকেট নিয়েছেন রাবেয়া ও স্বর্ণা। নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটাই প্রথম কোনো ২০০ ছাড়ানো ইনিংসের কীর্তি। বাংলাদেশের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ছিল ১৮৯ রান। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ইনিংস খেলেছিল অস্ট্রেলিয়া।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৪৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে