
মাইলফলকটা ছুঁয়ে ফেলার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২০০০ রান করার রেকর্ড। কিন্তু মাইলফল স্পর্শ করার ২৯ রানে আউট হওয়া তা আর হয়নি। ৩৫ রান করতে পারলেই রেকর্ডটি গড়তে পারতেন ভারতীয় ব্যাটার।
আফগানিস্তানের ১৭৩ রান তাড়া করতে নেমে ১৬ বলে ৫ চারে ২৯ রান করে বিদায় নেন কোহলি। তাতে বাড়ল একটি অপেক্ষাও। আর ৬ রান করলেই য স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান হয়ে যেত তাঁর! আজ ইন্দোরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ব্যাটিংয়ে নামেন ১১৯৬৫ রান নিয়ে।
কোহলি না পারলেও আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ তম ম্যাচের রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। রেকর্ড গড়ার রাতটা অবশ্য ভালো কাটেনি রোহিতের। সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো আজও ডাক মেরেছেন তিনি। সেদিন ২ বলে শূন্য রানে ফিরলেও আজ গোল্ডেন ডাক মেরেছেন ভারতীয় অধিনায়ক।
তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি। যশস্বী জয়সোয়াল ও শিবম দুবের ফিফটিতে বড় জয় পেয়েছে তারা। ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে সিরিজও জিতে নিয়েছে ভারত। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলা জয়সোয়াল আউট হলেও ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন দুবে। টানা ফিফটি পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে গুলবাদিন নাইবের ফিফটিতে ১৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। ৩৫ বলে ৫৭ রান করেন আফগানিস্তানের অলরাউন্ডার। শেষদিকে ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে অবদান রাখেন অফ স্পিনার মুজিব উর রহমান। ভারতের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে।

মাইলফলকটা ছুঁয়ে ফেলার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২০০০ রান করার রেকর্ড। কিন্তু মাইলফল স্পর্শ করার ২৯ রানে আউট হওয়া তা আর হয়নি। ৩৫ রান করতে পারলেই রেকর্ডটি গড়তে পারতেন ভারতীয় ব্যাটার।
আফগানিস্তানের ১৭৩ রান তাড়া করতে নেমে ১৬ বলে ৫ চারে ২৯ রান করে বিদায় নেন কোহলি। তাতে বাড়ল একটি অপেক্ষাও। আর ৬ রান করলেই য স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান হয়ে যেত তাঁর! আজ ইন্দোরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ব্যাটিংয়ে নামেন ১১৯৬৫ রান নিয়ে।
কোহলি না পারলেও আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ তম ম্যাচের রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। রেকর্ড গড়ার রাতটা অবশ্য ভালো কাটেনি রোহিতের। সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো আজও ডাক মেরেছেন তিনি। সেদিন ২ বলে শূন্য রানে ফিরলেও আজ গোল্ডেন ডাক মেরেছেন ভারতীয় অধিনায়ক।
তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি। যশস্বী জয়সোয়াল ও শিবম দুবের ফিফটিতে বড় জয় পেয়েছে তারা। ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে সিরিজও জিতে নিয়েছে ভারত। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলা জয়সোয়াল আউট হলেও ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন দুবে। টানা ফিফটি পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে গুলবাদিন নাইবের ফিফটিতে ১৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। ৩৫ বলে ৫৭ রান করেন আফগানিস্তানের অলরাউন্ডার। শেষদিকে ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে অবদান রাখেন অফ স্পিনার মুজিব উর রহমান। ভারতের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে