Ajker Patrika

অ্যামব্রোসের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, বললেন গেইল

অ্যামব্রোসের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, বললেন গেইল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৪ দিন। মাঠে ব্যাট-বলের লড়াই জমে ওঠার আগে শুরু হয়েছে কথার লড়াই। 

কদিন আগে কার্টলি অ্যামব্রোস বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ক্রিস গেইল অপরিহার্য সদস্য হতে পারেন না। এবার সেই কথার জের ধরে কড়া জবাব দিলেন গেইল। সাফ জানিয়ে দিলেন, অ্যামব্রোসের প্রতি তাঁর আর কোনো সম্মান নেই। 

সেন্ট কিটসের একটি রেডিও প্রোগ্রামে অ্যামব্রোসকে উদ্দেশ্য করে গেইল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলে যখন এসেছিলাম, তখন অ্যামব্রোসকে অনেক সম্মান করতাম। জাতীয় দলে যোগ দেওয়ার পরে এই মানুষটার দিকে শ্রদ্ধার সঙ্গে তাকিয়েছি। তবে এখন মন থেকে বলছি, তাঁর ওপর আমার আর কোনো সম্মান নেই। জানি না অবসরের পর থেকেই তিনি কেন আমার বিরোধিতা করছেন।’ 

বিশ্বকাপের আগে নেতিবাচক কথা না বলে দলকে সমর্থন দেওয়া উচিত মনে করেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা গেইল, ‘তাঁর সঙ্গে দেখা হলে বলব, নেতিবাচক কথা বলা বন্ধ করে দলকে সমর্থন দিন। এই দলটা বাছাই করা হয়েছে। সাবেকদের উচিত আমাদের সমর্থন করা। সেটাই আমাদের প্রয়োজন। অন্য দেশে তাঁদের সাবেক খেলোয়াড়েরা নিজ দলকে সমর্থন দেন। আমরা কেন বড় টুর্নামেন্টে নিজ দলকে সমর্থন দিতে পারি না?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত