
নিজেদের মাটিতে যেন পরবাসী দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০০৯ সালে। এবার সুযোগ ছিল ১৪ বছরের দীর্ঘ খরা কাটানোর। কিন্তু এবারও আশাহত হতে হয়েছে প্রোটিয়াদের।
এক ম্যাচ হাতে রেখেই গতকাল সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারী। এ নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে সর্বশেষ টানা ৪ সিরিজেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় হওয়া ৭ সিরিজের মধ্যে প্রথম দুটিতে জয় পায় প্রোটিয়ারা। তৃতীয় সিরিজ হয় ড্র।
সিরিজ জিততে গতকাল সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন ম্যাথুউ শর্ট। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হন এই ওপেনার। দলীয় ৩২ রানের মাথায় ট্রাভিস হেড আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে মার্শকে নিয়ে জয়ের কাজটা প্রায় সেরে ফেলেন দ্বিতীয় ম্যাচ খেলতে নামা শর্ট। ৬৬ রানে তাবরেজ শামসির বলে আউট হওয়ার সময় ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। বাকি কাজটুকু জশ ইংলিশের সঙ্গে সেরে নেন মার্শ।
প্রোটিয়া সফরের প্রথম ম্যাচে দুর্দান্ত ৯২ রানের ইনিংসে ম্যাচ-সেরা হয়েছিলেন মার্শ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩৯ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেও ম্যাচ-সেরা হতে পারেননি তিনি। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন তাঁর সতীর্থ পেসার শন অ্যাবট।
এর আগে টস হেরে ডারবানে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা মার্শের কাছে পাত্তাই পায়নি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল ডারবানেই।

নিজেদের মাটিতে যেন পরবাসী দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০০৯ সালে। এবার সুযোগ ছিল ১৪ বছরের দীর্ঘ খরা কাটানোর। কিন্তু এবারও আশাহত হতে হয়েছে প্রোটিয়াদের।
এক ম্যাচ হাতে রেখেই গতকাল সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারী। এ নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে সর্বশেষ টানা ৪ সিরিজেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকায় হওয়া ৭ সিরিজের মধ্যে প্রথম দুটিতে জয় পায় প্রোটিয়ারা। তৃতীয় সিরিজ হয় ড্র।
সিরিজ জিততে গতকাল সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন ম্যাথুউ শর্ট। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হন এই ওপেনার। দলীয় ৩২ রানের মাথায় ট্রাভিস হেড আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে মার্শকে নিয়ে জয়ের কাজটা প্রায় সেরে ফেলেন দ্বিতীয় ম্যাচ খেলতে নামা শর্ট। ৬৬ রানে তাবরেজ শামসির বলে আউট হওয়ার সময় ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। বাকি কাজটুকু জশ ইংলিশের সঙ্গে সেরে নেন মার্শ।
প্রোটিয়া সফরের প্রথম ম্যাচে দুর্দান্ত ৯২ রানের ইনিংসে ম্যাচ-সেরা হয়েছিলেন মার্শ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩৯ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেও ম্যাচ-সেরা হতে পারেননি তিনি। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন তাঁর সতীর্থ পেসার শন অ্যাবট।
এর আগে টস হেরে ডারবানে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা মার্শের কাছে পাত্তাই পায়নি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল ডারবানেই।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে