
টেস্টে গত পাঁচ ইনিংসে তৃতীয় বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন জো রুট। হ্যারি ব্রুকের সঙ্গে উদযাপনটা করলেন পরিমিত। ৩৫ তম টেস্ট সেঞ্চুরির আগে করেছেন দারুণ এক অর্জন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট।
রুট পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় দিন আজ লাঞ্চের একটু আগ পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ৩৩ বছর বয়সী রুট।
টেস্টে ২৯১ ইনিংস ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের হয়ে শীর্ষে ছিলেন কুক। তাঁকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। কম খেলেছেন ২৩ ইনিংস। কুকের ৩৩ সেঞ্চুরি ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান আগেই হয়ে গেছেন রুট (৩৫)। সেঞ্চুরিতে রুট ও কুকের পরে আছেন কেভিন পিটারসেন (২৩)।
ইংল্যান্ডের হয়ে ৮ হাজার ৯০০ রান নিয়ে তিনে আছেন গ্রাহাম গুচ, ৮ হাজার ৪৬৩ রান নিয়ে চারে অ্যালেক স্টুয়ার্ট এবং পাঁচে থাকা ডেভিড গাওয়ারের রান ৮ হাজার ২৩১। এছাড়া ৮ হাজার রান করেছেন কেভিন পিটারসেন ও জেফ বয়কট।
৩৫ সেঞ্চুরির পাশাপাশি রুটের আছে ৬৪ ফিফটি। এত ফিফটির বিবেচনায় তিন অঙ্কের সংখ্যাটা আরও বেশি হওয়ার সুযোগ ছল রুটের। একটা সময় সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। তবে নিজেকে শুধরে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রুট।
সব মিলিয়ে টেস্টে রুটের ওপরে আছেন আর কেবল চার ব্যাটার। তাঁরা সবাই এখন সাবেক। খুব দ্রুতই তাঁদের তাড়া করছেন এই ইংলিশ ব্যাটার। ১৩২৮৮ রান নিয়ে তালিকায় ৪ নম্বরে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৩২৮৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন ৩ নম্বরে। দুই নম্বরে থাকা রিকি পন্টিংয়ের ১৩৩৭৮ রান।। শীর্ষে থাকা গ্রেট শচীন টেন্ডুলকারের রান ১৫৯২১।

টেস্টে গত পাঁচ ইনিংসে তৃতীয় বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন জো রুট। হ্যারি ব্রুকের সঙ্গে উদযাপনটা করলেন পরিমিত। ৩৫ তম টেস্ট সেঞ্চুরির আগে করেছেন দারুণ এক অর্জন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট।
রুট পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় দিন আজ লাঞ্চের একটু আগ পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ৩৩ বছর বয়সী রুট।
টেস্টে ২৯১ ইনিংস ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের হয়ে শীর্ষে ছিলেন কুক। তাঁকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। কম খেলেছেন ২৩ ইনিংস। কুকের ৩৩ সেঞ্চুরি ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান আগেই হয়ে গেছেন রুট (৩৫)। সেঞ্চুরিতে রুট ও কুকের পরে আছেন কেভিন পিটারসেন (২৩)।
ইংল্যান্ডের হয়ে ৮ হাজার ৯০০ রান নিয়ে তিনে আছেন গ্রাহাম গুচ, ৮ হাজার ৪৬৩ রান নিয়ে চারে অ্যালেক স্টুয়ার্ট এবং পাঁচে থাকা ডেভিড গাওয়ারের রান ৮ হাজার ২৩১। এছাড়া ৮ হাজার রান করেছেন কেভিন পিটারসেন ও জেফ বয়কট।
৩৫ সেঞ্চুরির পাশাপাশি রুটের আছে ৬৪ ফিফটি। এত ফিফটির বিবেচনায় তিন অঙ্কের সংখ্যাটা আরও বেশি হওয়ার সুযোগ ছল রুটের। একটা সময় সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। তবে নিজেকে শুধরে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রুট।
সব মিলিয়ে টেস্টে রুটের ওপরে আছেন আর কেবল চার ব্যাটার। তাঁরা সবাই এখন সাবেক। খুব দ্রুতই তাঁদের তাড়া করছেন এই ইংলিশ ব্যাটার। ১৩২৮৮ রান নিয়ে তালিকায় ৪ নম্বরে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৩২৮৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন ৩ নম্বরে। দুই নম্বরে থাকা রিকি পন্টিংয়ের ১৩৩৭৮ রান।। শীর্ষে থাকা গ্রেট শচীন টেন্ডুলকারের রান ১৫৯২১।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে